• ২০০২ সালের ভোটার তালিকায় শতাধিকের নাম নেই, আতঙ্ক আলিপুরদুয়ার জংশন রেল কলোনিতে
    প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
  • রাজ কুমার, আলিপুরদুয়ার: কেউ বলছেন, ‘১৯৮০ সালে ভোট দিয়েছি। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই।’ আবার কেউ বলছেন, ‘আমার বাবা সরকারি চাকুরি করতেন, আমিও সরকারি চাকুরি করতাম। কিন্তু ২০০২ সালের নির্বাচন কমিশনের দেওয়া ভোটার তালিকায় নাম নেই।’ আলিপুরদুয়ার ১ ব্লকের বিবেকানন্দ ১ গ্রাম পঞ্চায়েতের আলিপুরদুয়ার বিধানসভার ১৫৭ নম্বর বুথের শতাধিক বাসিন্দার ২০০২ সালের তালিকায় নাম নেই। জংশন রেল কলোনির শতাধিক বাসিন্দার ঘুম উড়িয়েছে এসআইআর।

    জানা গিয়েছে, বর্তমান তালিকায় নাম থাকার সুবাদে এসআইআর ফর্ম পেয়েছেন সকলে। কিন্তু ২০০২ এর তালিকায় নাম না থাকার জন্য আতঙ্কে কেউ আর সেই ফর্ম পূরণ করছেন না। স্থানীয় বাসিন্দা রাজেন্দ্র বাশফোড় বলেন, “আমার বাবা সরকারি চাকুরি করতেন। আমিও সরকারি চাকুরি করতাম। এখন অবসর নিয়েছি। প্রতি বছর ভোট দিয়েছি। এখন দেখছি ২০০২ সালের নির্বাচন কমিশনের তালিকায় আমাদের নাম নেই। এখন ফর্ম কীভাবে পূরণ করব। আতঙ্কে রাতে ঘুমোতে পারছি না।” আরেক ভোটার তারেয়া বাশফোড় বলেন, “১৯৮০ সালেও আমি ভোট দিয়েছি। সেই কাগজও আছে। কিন্তু ২০০২ সালের তালিকায় নাম নেই। আতঙ্কে এর-ওর কাছে যাচ্ছি। কিন্তু ২০০২ সালে আমাদের নাম কেউ খুঁজে বের করে দিতে পারছে না। চরম আতঙ্কে আছি আমরা।”

    বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে। তবে এই এলাকার বেশিরভাগ মানুষ দীর্ঘদিন রেলের সুইপার পদে চাকুরি করতেন। অনেক সময় তাঁদের চাকুরির স্থান আলিপুরদুয়ার পরিবর্তনের কারণেও ২০০২ সালে তাঁদের নাম বাদ পড়তে পারে বলে অনুমান অনেকের। স্থানীয় বিএলও শুক্লা দাস চক্রবর্তী মাত্র দু’মাস আগে দায়িত্ব পেয়েছেন। তিনি বলেন, “এলাকার অনেক বাসিন্দার নাম নেই। কিন্তু আমি বুঝতেই পারছি না কেন তাঁদের নাম নেই। তবে নির্বাচন কমিশনের গাইড লাইন আছে ২০০২ সালে কারও নাম না থাকলেও তাঁদের আত্মীয়-পরিজনদের নাম না থাকলে হেয়ারিংয়ে ডাকা হবে। তখন উপযুক্ত নথি দেখাতে পারলে ভোটার তালিকায় নাম থাকবে।”
  • Link to this news (প্রতিদিন)