• বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের পরিকল্পনা! বরানগর শুটআউট কাণ্ডে গ্রেপ্তার স্ত্রী-সহ ৪
    প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: বরানগর শুটআউটের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। উঠে এল আক্রান্ত বিকাশ মজুমদারের স্ত্রীর পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্কের তত্ত্ব। পুলিশের অনুমান, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পথের কাঁটা স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন বিকাশের স্ত্রী ও তাঁর প্রেমিক। ভাড়া করা হয় দুই দুষ্কৃতীকে। তারা গুলি চালায়। কিন্তু প্রাণে বেঁচে যান বিকাশ। পুলিশ গ্রেপ্তার করেছে বিকাশবাবুর স্ত্রী ও তাঁর প্রেমিক-সহ চারজনকে। তদন্ত চলছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রেখা মজুমদার (বিকাশ মজুমদারের স্ত্রী), পারদীপ দে (রেখার প্রেমিক), সুশান্ত আদক (বাইক চালক) ও সামিম লস্কর (আততায়ী)। জানা গিয়েছে, মেটিয়াব্রুজ থানার ফতেহপুর থেকে গ্রেপ্তার পারদীপের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন রেখা। তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ান বিকাশবাবু। তাঁকে হটাতে খুনের পরিকল্পনা করা হয় বলে অনুমান। ঘটনার পর ৪৮ ঘণ্টা ধরে এলাকার বাসিন্দা বিকাশবাবু ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে স্ত্রী-সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে।

    ২১ নভেম্বর, শুক্রবার সকালে বরানগর পুরসভার নর্দান পার্ক এলাকার বাসিন্দা বিকাশ মজুমদারকে লক্ষ্য করে গুলি চলে। শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিট নাগাদ বিকাশবাবু নর্দান পার্কে বাড়ির আবর্জনা ফেলতে গিয়েছিলেন। সেই সময় দুই দুষ্কৃতীরা বাইকে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। বিকাশবাবু রাস্তায় পড়ে গেলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। গুলির বারুদে আহত হন। তখন জানা যায় বাইকে আসা দুই যুবক গুলি চালিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে চম্পট দেয়। তাদের মাথায় হেলমেট ছিল। ঘটনার পর খবর যায় থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তদন্ত শুরু করে। সেই ঘটনায় আক্রান্তের স্ত্রী -সহ চারজনকে গ্রেপ্তার করা হল।
  • Link to this news (প্রতিদিন)