• কল্যাণীতে তৃণমূলের SIR সহায়তা ক্যাম্পে আগুন, পুড়ল মমতা-অভিষেকের ছবি! কাঠগড়ায় বিজেপি
    প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
  • সুবীর দাস, কল্যানী: রাজ্যজুড়ে চলছে এসআইআর। সেই আবহে বিভিন্ন জায়গায় আত্মহত্যা থেকে শুরু করে সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টার মত বিভিন্ন ঘটনা দেখা গিয়েছে। এই অবস্থায় রাজ্যজুড়ে সহায়তা কেন্দ্র খুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই নিয়েই এবার চাঞ্চল্য কল্যাণীতে। রাতের অন্ধকারে আগুন তৃণমূলের ক্যাম্পে। অভিযোগের তিরে বিজেপি। 

    রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে শাসকদল তৃণমূলের এসআইআর ক্যাম্প। এরই অংশ হিসেবে কল্যাণী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডেও তৃণমূল পরিচালিত এসআইআর সহযোগিতা ক্যাম্প চলছিল। রাতের অন্ধকারে হঠাৎই সেই ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে ছুটে আসে কল্যাণী থানার পুলিশ এবং পুরসভার প্রধান। আগুনে ক্যাম্পের আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। আগুনে পুড়েছে ক্যাম্পের ব্যানার। সেই ব্যানারে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।

    এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল নেতৃত্ব সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির পালটা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে।

    তৃণমূলের দাবি, রাজনৈতিক কর্মসূচিকে ব্যাহত করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, রাজ্যজুড়ে মানুষের জন্য সরকারের উদ্যোগ সফলভাবে পৌঁছে যাচ্ছে বলেই রাজনৈতিকভাবে অস্বস্তিতে পড়ে বিরোধীরা এই ধরনের কাজ করছে। রাতের অন্ধকারে ক্যাম্পে আগুন লাগানো যথেষ্ট নিন্দনীয় ও গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী বলেও মন্তব্য করেন কল্যাণী পুরসভার পুরপ্রধান ডক্তর অনিমেষ রায়চৌধুরী এবং কল্যাণী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামল দাস।

    অন্যদিকে, বিজেপি বিধায়ক অম্বিকা রায় সব অভিযোগ খারিজ করে দেন। তাঁর দাবি, “বিজেপি এমন কাজের সঙ্গে যুক্ত নয়। কল্যাণী বিধানসভা এলাকায় বিজেপির নামে এমন কোনও উদাহরণ নেই। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব, তবুও এই অপবাদ মেনে নেব না।” তাঁর বক্তব্য, এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ, যা ঢাকতে রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপ করা হচ্ছে।

    ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে দোষারোপের রাজনীতি এলাকায় উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
  • Link to this news (প্রতিদিন)