ছিনতাইয়ের পর চলন্ত ট্রেন থেকে লাফ, আততায়ীকে ধরতে ‘ঝাঁপ’ মহিলারও! কাটা গেল হাত
প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
রঞ্জন মহাপাত্র, কাঁথি: ছিনতাইয়ের পর চলন্ত ট্রেন থেকে লাফ দিয়েছিল ২ যুবক! তাঁকে ধরতে ঝাঁপ দেন মহিলাও। তাতেই বিপত্তি। তাঁর ডান হাত কাটা পড়েছে বলে খবর। এদিকে ঝাঁপ দিয়েও শেষরক্ষা হয়নি যুবকদের। তাদের ধরে ফেলে উত্তেজিত জনতা। সেখানে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীতে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
জানা গিয়েছে, ধৌলি এক্সপ্রেসে সুরমা হাজরা নামে ওই মহিলা রউরকেল্লা যাচ্ছিলেন। কোলাঘাটের কাছে চলন্ত ট্রেনে ছিনতাইবাজের খপ্পরে পড়েন তিনি। সেখানেই চলে খণ্ডযুদ্ধ। কোনওক্রমে মহিলার হাত থেকে বেঁচে ট্রেন থেকে ঝাঁপ দেয় অভিযুক্তরা। ঢুকে যায় কোলাঘাটের ভোগপুর গ্রামে। এদিকে মহিলাও ছাড়বার পাত্রী নন। শোনা যাচ্ছে, অভিযুক্তকে ধরতে ট্রেন থেকে ঝাঁপ দেন তিনিও। তাতেই কাটা যায় মহিলার হাত।
এদিকে অভিযুক্তদের পালাতে দেখে গ্রামের বাসিন্দারা তাঁদের ধরে ফেলে। চলে ব্যাপক মারধর। এরপর খবর দেওয়া হয় পাঁশকুড়া রেল পুলিশকে। তাঁরাই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। এদিকে আহত মহিলাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সহযাত্রীদের একাংশের দাবি, ছিনতাইবাজদের ধরতে নিজেই ঝাঁপ দিয়েছিলেন মহিলা। যদিও একাংশের দাবি, অভিযুক্তরাই মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। রেল পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। যোগাযোগ করা হচ্ছে আহতের পরিবারের সদস্যের সঙ্গে।