• বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি, মন্দারমণিতে তলিয়ে গেলেন বর্ধমানের যুবক!
    প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
  • রঞ্জন মহাপাত্র, কাঁথি: মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক পর্যটক! ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তলিয়ে যাওয়া ওই যুবকের নাম সুরত বসু। তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে। বন্ধুদের সঙ্গে বছর ২৫-এর ওই যুবক মন্দারমণি বেড়াতে গিয়েছিলেন বলে খবর।

    জানা গিয়েছে, চার বন্ধু ও এক বান্ধবী, মোট পাঁচজন মন্দারমণি বেড়াতে গিয়েছিলেন। শনিবার বিকেলে বন্ধুরা মন্দারমণির সমুদ্রসৈকতের ফাঁকা জায়গায় বসে গল্পগুজব করছিলেন। সেসময় সুরত বসু সমুদ্রে স্নান করার ইচ্ছাপ্রকাশ করেন। সেই মতো তিনি একাই সমুদ্রে নেমে পড়েছিলেন বলে প্রাথমিক খবর। বেশ কিছুটা দূরে চলে গিয়েছিলেন বলে খবর। তারপর আর ঢেউয়ে নিজেকে সামলে রাখতে পারেননি। কিছু সময়ের মধ্যে তিনি সমুদ্রে তলিয়ে যান বলে অভিযোগ। তবে তিনি একা জলে নেমেছিলেন নাকি সকলেই সমুদ্রস্নানে গিয়েছিলেন? সেই প্রশ্ন থাকছেই।

    বন্ধুরাই আশপাশের লোকজনদের খবর দেন। ওই যুবককে উদ্ধারের জন্য নুলিয়ারাও জলে নেমেছিলেন। কিন্তু অন্ধকার নেমে আসায় তাঁর খোঁজ পাওয়া যায়নি। আজ, রবিবার ফের ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে মন্দারমণির সমুদ্রে। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ ওই বন্ধুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে বলে খবর। অতীতেও দিঘা, মন্দারমণি, তাজপুরে সমুদ্রে নেমে পর্যটকদের তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত জুন মাসেও মন্দারমণির সমুদ্রে নেমে তিন পর্যটক তলিয়ে গিয়েছিলেন। পরে দু’জনকে উদ্ধার করা গিয়েছিল। পরে হাসপাতালে তাঁদের মধ্যে একজন মারা যান। উত্তাল সমুদ্রে না নামার জন্য পর্যটকদের সতর্ক করে পুলিশ-প্রশাসন। তারপরও কিছু কিছু পর্যটক বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ।
  • Link to this news (প্রতিদিন)