উত্তর দিনাজপুর থেকে গোসাবা, জেলায় জেলায় মহিলার ৪৪টি ভোটার কার্ড! SIR আবহে তাজ্জব কাণ্ড
প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে বহু ভূতুড়ে ভোটার রয়েছে, এই অভিযোগ বহুদিনের। বিধানসভা নির্বাচনের আগে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করতে রাজ্যজুড়ে চলছে এসআইআর। এসবের মাঝেই দেখা গেল এক মহিলার নামে ৪৪টি ভোটার কার্ড। বিষয়টা জানামাত্রই তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন।
জানা গিয়েছে, মহিলার নাম মায়ারানি গোস্বামী। দুর্গাপুরের পাণ্ডবেশ্বর বিধানসভার ডি ভি সি পাড়ার ৪৭ নম্বর বুথের ভোটার তিনি। লোকের বাড়িতে রান্নার কাজ করে দিন চলে তাঁর। সম্প্রতি এসআইআরের ফর্মপূরণ করেছেন তিনি। তাঁর ফর্ম স্ক্যান করতে গিয়েই তাজ্জব কাণ্ড। দেখা যায়, মায়ারানি বিশ্বাসের নামে উত্তর দিনাজপুর থেকে গোসাবা, জেলায় জেলায় ৪৪ টি ভোটার কার্ড। সবক্ষেত্রেই মহিলার নাম ও তাঁর স্বামীর নাম একই রয়েছে। কিন্তু বদলে বদলে গিয়েছে পদবি। কোথাও লেখা রায়, ঘোষ, মণ্ডল! সবচেয়ে বিস্ময়কর বিষয়, প্রয়োজন বুঝে কমানো হয়েছে বয়সও।
এবিষয়ে বিজেপি নেতা জিতেন তিওয়ারি বলেন, “এসআইআর না হলে এসব বেরই হত না। কত অসহায় মানুষের নাম ব্যবহার হয়েছে, তা ভয়ংকর! নির্বাচন কমিশনের উচিত তদন্ত করা।” তৃণমূল কংগ্রেসের এক নেতা বলেন, “গুরুতর অভিযোগ। কমিশন দ্রুত তদন্ত করুক। ভুক্তভোগী মহিলার যেন কোনও ক্ষতি না হয়, সেটাও দেখতে হবে।” নির্বাচন বিশেষজ্ঞদের মতে, এটি একটি বৃহৎ, সুপরিকল্পিত জালিয়াতি।