• ভয় দেখিয়ে লক্ষ টাকা হাতানো! শিলিগুড়িতে ধৃত ৩ ‘ভুয়ো’ এনআইএ আধিকারিক
    প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
  • অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)র আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে শিলিগুড়িতে ঘুরছিলেন তিন যুবক। মাটিগাড়ার এক যুবককে এনআইএ-র ভয় দেখিয়ে তাঁর থেকে একলক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। পুলিশ ওই তিন ‘ভুয়ো’ এনআইএ আধিকারিককে গ্রেপ্তার করল। ধৃত তিন যুবকের নাম এশান আহমেদ, রেহান বাবর এবং মানিক রায়। তাঁদের দু’জনের বাড়ি বিহারে। একজন শিলিগুড়ির বাসিন্দা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এনআইএ-এ আধিকারিক পরিচয় দিয়ে শিলিগুড়ি শহরে একটি চারচাকা গাড়ি নিয়ে ঘুরছিলেন ওই তিনজন। পুলিশের কাছেও সেই তথ্য আসে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ডিটেকটিভ ডিপার্টমেন্ট অভিযান চালিয়ে তাঁদের শিলিগুড়ির মাটিগাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ করতেই এই ‘ভুয়ো’ এনআইএ কর্মী-আধিকারিকের বিষয় তাঁরা স্বীকার করেন বলে খবর। ধৃতদের মধ্যে এশান এবং রেহান বিহারের পাঞ্জিপাড়ার বাসিন্দা। মানিকের বাড়ি শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকায়।

    ধৃতদের থেকে ছ’টি মোবাইল, বেশ কিছু পরিমাণ নকল নথিপত্র ও নগদ ১৩ হাজার টাকা উদ্ধার হয়েছে। ওই চারচাকার গাড়ি ও একটি স্কুটিও বাজেয়াপ্ত করা হয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়ার বাসিন্দা রাহুল ঘোষও ওই তিন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন। এনআইএ পরিচয় দিয়ে ভয় দেখিয়ে তাঁর থেকে একলক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। ধৃতরা আর কত অপরাধের সঙ্গে জড়িত? কত টাকা ভয় দেখিয়ে তোলা হয়েছে? সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আজ, সোমবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)