তিনদিন পর মিলল খোঁজ, হাওড়া স্টেশন থেকে উদ্ধার শিলিগুড়ির নিখোঁজ ৩ স্কুলছাত্রী
প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: বন্ধুর জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে শিলিগুড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল তিন স্কুলছাত্রী। ঘটনার তিনদিন পর তাদের উদ্ধার করা হল। হাওড়া স্টেশনে গতকাল, শনিবার ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। সেখান থেকেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ উদ্ধার করে এনজেপি নিয়ে আসে। আজ, রবিবার সকালে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে গত ১৯ তারিখ ওই তিন নাবালিকা নিখোঁজ হয়ে গিয়েছিল। বন্ধুর জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য বেরিয়েছিল তিন নাবালিকা। কিন্তু তারা সেই পার্টিতে যায়নি! ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শিলিগুড়িতে ওই ঘটনার দিন কয়েক আগেও তিন স্কুলছাত্রীকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। তাহলে কি এই তিন স্কুলছাত্রীও পাচারকারীদের খপ্পরে পড়েছে? সেই আশঙ্কা করা হয়। হরের একটি অংশের সিসিটিভিতে ওই তিনজনকে দেখা গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। রাজ্যের বিভিন্ন জায়গার থানা, রেল স্টেশনেও ছাত্রীদের নিখোঁজ হওয়ার তথ্য ও ছবি ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে খবর।
হাওড়া স্টেশনে ওই তিন নাবালিকাকে দেখা গিয়েছে বলে জানা যায়। সেই তথ্য পাওয়ার পরেই শিলিগুড়ির পুলিশ হাওড়া পৌঁছয়। ওই তিন ছাত্রীকে হাওড়া স্টেশন থেকে উদ্ধার করা হয়। ট্রেনে করে ওই তিন নাবালিকাকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে আসা হয়। প্রধাননগর থানায় তাদের নিয়ে যাওয়া হয়। পরে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু কীভাবে ওই তিন ছাত্রী হাওড়া গেল? তাদের কি ফুঁসলিয়ে নিয়ে যাওয়া হয়েছিল? সেই প্রশ্ন উঠেছে। যদিও তিন নাবালিকা জানিয়েছে, নিজেরাই হাওড়া চলে গিয়েছিল! কিন্তু সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সামাজিক মাধ্যমে ওই তিন নাবালিকা যথেষ্ট অ্যাক্টিভ বলে খবর। সেই থেকেই কারও সঙ্গে দেখা করার জন্য তারা হাওড়া চলে যায়? মাঝের দিনগুলিতে নাবালিকারা কোথায় ছিল? সেসব তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।