• চোখের সামনে দাঁতাল দেখেই রাস্তায় লুটিয়ে পড়লেন তরুণী! তারপর…
    প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
  • অরূপ বসাক, মালবাজার: প্রাতঃভ্রমণে বেরিয়ে চোখের সামনে বিশালাকার হাতি দেখে হতভম্ব! ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তরুণীর। ঘটনাটি ঘটেছ মালবাজারের চালসা সংলগ্ন শালবাড়ি মোড় এলাকায়। বিষয়টা জানতে পেরে শোক প্রকাশ করেছেন বন্যপ্রাণ বোর্ডের সদস্য তথা প্রাক্তন বিধায়ক জোসেফ মুন্ডা।

    জানা যায়, রবিবার ভোররাতে দুটি হাতি শালবাড়ি মোড় সংলগ্ন এলাকায় চলে আসে। সকালের দিকে হাতিগুলি জনবসতি এলাকা থেকে খরিয়ার বন্দর জঙ্গলের দিকে ফিরছিল। সেই সময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন বছর ছাব্বিশের লিপিকা রায়। চোখের সামনে দাঁতাল দেখে স্তম্ভিত হয়ে পড়েন তিনি। ভয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়দের নজরে পড়তেই তাঁরা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে এদিন সকালে এলাকায় পৌঁছন মেটেলি থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তা সম্পন্ন হলে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। খুনিয়া বনদপ্তরের রেঞ্জার সজলকুমার দে বলেন, এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে সব জানানো হয়েছে। মৃতার পরিবার যাতে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সাহায্য পায়, তাও দেখা হবে বলে জানিয়েছেন বনবিভাগের আধিকারিকরা।
  • Link to this news (প্রতিদিন)