• দোকানের টাকা চুরির অভিযোগে ‘গণপিটুনি’, ইংরেজবাজারে মৃত্যু যুবকের
    প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
  • বাবুল হক, মালদহ: চোর সন্দেহে গণপিটুনি! আর তার জেরে মৃত্যু হল এক যুবকের! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশবাজারে। মৃত ওই যুবকের নাম সামজান শেখ। পুলিশ ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করেছে। আর কারা ঘটনায় জড়িত? সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ওই গণপিটুনির ঘটনা ঘটেছে ইংলিশবাজারের বাজার সমিতির আমবাজার এলাকায়। জানা গিয়েছে, ওই বাজারের একটি দোকানে তিনি কাজ করতেন। ওই দোকানেই গতকাল, শনিবার টাকা চুরির ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। সামজান ওই টাকা চুরি করেছেন বলে অভিযোগ করা হয়। রাতে বাজার এলাকাতেই তাঁকে পাকড়াও করে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। বেধড়ক মেরে ওই যুবকের হাত-পা ভেঙে দেওয়া হয়!

    খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর ওই যুবককে উদ্ধার করে। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। গভীর রাতে হাসপাতালেই ওই যুবক মারা গিয়েছেন বলে খবর। মৃতের স্ত্রী, ইংলিশবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। সামজান শেখ একটি মুরগির দোকানে কাজ করতেন। ওই দোকানেই টাকা চুরির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। মিথ্যা অভিযোগে তাঁকে খুন করা হয়েছে বলে মৃতের স্ত্রী অভিযোগ করেছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে পিন্টু মণ্ডল, সুজন ঘোষ ও দেবাশিস ঘোষ নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। আর কারা এই ঘটনার সঙ্গে জড়িত? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেসব জানার চেষ্টা চলছে।

    পরিবার এবং প্রতিবেশীদের তরফে জানা গিয়েছে, সামজান এলাকায় ভালো মানুষ বলেই পরিচিত। বাবার মৃত্যুর পরে সংসারের দায়িত্ব ছিল তাঁর উপরেই। সামজানের স্ত্রী ও দুই সন্তান আছে। ফলে এরপর সংসার কীভাবে চলবে? সেই আশঙ্কা করছেন মৃতের স্ত্রী।
  • Link to this news (প্রতিদিন)