SIR-এর কাজে ইন্টারনেট সমস্যা! পরিষেবা অব্যাহত রাখতে টেলিকম সংস্থার সঙ্গে বৈঠকে কমিশন
প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
স্টাফ রিপোর্টার: জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে ওয়েবসাইটের সার্ভার সমস্যা নিয়ে টেলিকম সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এসআইআর সংক্রান্ত কাজের চাপ নিয়ে ইতিমধ্যে একাধিক অভিযোগ তুলেছেন বিএলওরা। যার মধ্যে অন্যতম অনলাইনে তথ্য আপলোড সংক্রান্ত সংক্রান্ত সমস্যা। ঠিক মতো ইন্টারনেট না পাওয়ায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিএলওদের। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। সমস্যা সমাধানে সমস্ত টেলিকম সংস্থাগুলির মধ্যে বৈঠকে বসার সিদ্ধান্ত কমিশনের। আগামী সোমবার এই বৈঠক হতে চলেছে বলেই খবর।
অন্যদিকে আগামী সপ্তাহ থেকেই বিএলওদের এসআইআর কাজে প্রাপ্য পারিশ্রমিক দেওয়া শুরু করতেও জেলা প্রশাসনে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বস্তুত কাজের চাপে বাড়ছে আত্মহত্যা ও হৃদরোগ। অবিলম্বে বাংলায় এসআইআর প্রক্রিয়া বন্ধে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, বিএলওদের সমস্যার কারণ খতিয়ে দেখতে, ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যার দ্রুত সমাধান করতে দিল্লি থেকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সিইওকে। নির্দেশ পেয়ে তড়িঘড়ি টেলিকম সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত।