• এসআইআর আবহেই রাস্তা থেকে উদ্ধার ভিন রাজ্যের একাধিক আধার কার্ড! চাঞ্চল্য বিধাননগরে
    প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
  • ফারুক আলম, বিধাননগর: এসআইআর আবহেই বিধাননগরের রাস্তা থেকে উদ্ধার একাধিক আধার কার্ড। রবিবার সকালে সল্টলেকের বিএ ব্লক থেকে ওই আধার কার্ডগুলি উদ্ধার হয়। খবর পেয়েই ছুটে আসে উত্তর বিধাননগর থানার পুলিশ। কীভাবে এতগুলি আধার কার্ড সেখানে এল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। শুধু তাই নয়, যাঁদের নামে ওই আধার কার্ড, তাঁদের সঙ্গে যোগাযোগও করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আধার কার্ডগুলি ভিন রাজ্যের। কিন্তু সল্টলেকের রাস্তায় কীভাবে এল তা খতিয়ে দেখা হচ্ছে।

    প্রত্যেকদিনের মতোই রবিবার সকালে বিএ ব্লকে হাঁটতে বের হন স্থানীয় মানুষজন। তাঁরাই প্রথম দেখতে পান, যে রাস্তার ধারে একাধিক আধার কার্ড পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে উত্তর বিধাননগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে অন্তত ছটি কার্ড উদ্ধার করে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া আধার সম্ভবত আসল নয়, জেরক্স। এরপরেই কার্ডে থাকা নাম এবং নম্বর খতিয়ে দেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে। তাঁদের মধ্যে অনেকেই পুলিশকে জানান, একটি সংস্থার মাধ্যমে রাজারহাট এলাকায় কাজে এসেছিলেন। সেই সংস্থায় আধার কার্ড জমা দিয়েছিলেন। তারই প্রতিলিপি হতে পারে। সত্যিই তাই? নাকি এর পিছনে অন্য যোগ আছে তা খতিয়ে দেখছে উত্তর বিধাননগর থানার পুলিশ। তবে এসআইআর আবহে এতগুলি আধার কার্ড উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

    বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকা থেকে বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধার হয়। এলাকারই একটি জলাশয় থেকে ওই কার্ডগুলি উদ্ধার হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বস্থলী দু’নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকার একটি বিলের পানা পরিষ্কার করারর সময় বিলের মধ্যে একটি বস্তা পাওয়া যায়। সেই বস্তা থেকেই একাধিক আধার কার্ড উদ্ধার করে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)