• ডেটিং অ্যাপে পরিচয়ের পর হোটেলে, টাকা নিয়ে গন্ডগোলেই খুন! কসবা কাণ্ডে নয়া তথ্য
    প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: ডেটিং অ্যাপে পরিচয়ের পর হোটেলে রাত্রিবাসের প্ল্যান করেছিল যুগল। সেখানে টাকা-পয়সা নিয়ে অশান্তিতেই যুবককে খুন করা হয়েছে! কসবা কাণ্ডের তদন্তে নেমে এমনটাই দাবি তদন্তকারীদের। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন মৃত আদর্শ লোসালকার দুই সঙ্গী ধ্রুব মিত্র ও কমল সাহা। তাঁদের জেরা করেই রহস্যের শিকড়ে পৌঁছনো যাবে বলে আশাবাদী পুলিশ।

    শনিবারর কসবা রাজডাঙা এলাকায় একটি হোটেল থেকে উদ্ধার হয় আদর্শ লোসালকা নামে এক যুবকের নগ্ন মৃতদেহ। এরপরই জানা যায়, মৃত বীরভূমের বাসিন্দা। শুক্রবার রাতে ওই হোটেলে আদর্শ-সহ তিনজন উঠেছিলেন সেখানে। কিন্তু অনেক রাতে এক মহিলা ও এক পুরুষ বেরিয়ে যান। পরবর্তীতে শনিবার দুপুরে উদ্ধার হয় আদর্শের দেহ। জানতে পেরেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। শুরু হয় তদন্ত। দেহ উদ্ধারের ২৪ ঘণ্টা পেরনোর আগেই পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন দুই অভিযুক্ত, ধ্রুব মিত্র ও কমল সাহা। পুলিশের দাবি,  কমল ও ধ্রুব একটি ভুয়ো ডেটিং অ্যাপ চক্রের সঙ্গে জড়িত। ওই অ্যাপেই কমলের সঙ্গে পরিচয় হয় আদর্শের। তারপরই দেখা করার পরিকল্পনা। 

    প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হোটেলে টাকা-পয়সা নিয়ে বিবাদ বাঁধে আদর্শের। তা এক পর্যায়ে চরমে ওঠে। সেই সময়ই ধাক্কাধাক্কিতে পড়ে যান আদর্শ। তাঁর মাথায় চোট লাগে। এরপর নাকি যুবকের হাত, পা বাঁধে অভিযুক্তরা। শ্বাসরোধ করে খুন করা হয় আদর্শকে। এরপর হোটেল ছাড়ে অভিযুক্তরা। তবে এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর অধরা। যদি ডেটিং অ্যাপেই পরিচয় হয়ে থাকে কমল ও আদর্শের, সেক্ষেত্রে ধ্রুবর ভূমিকা ভাবাচ্ছে তদন্তকারীদের। 
  • Link to this news (প্রতিদিন)