রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। এই আবহে কলকাতা পুরসভার অধিবেশনে চর্চায় প্রায় দুই দশক আগে উদ্ধার হওয়া দুই অভিভাবকহীন শিশুর জন্ম শংসাপত্র। ১৮ বছর আগে রাস্তার ধারে দুই সদ্যোজাতকে উদ্ধার করা হয়েছিল, যাদের অভিভাবকের খোঁজ পাওয়া যায়নি। এর পরে তাঁদের ঠাঁই হয়েছিল শিয়ালদার বউবাজার এলাকার বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি অনাথ আশ্রমে। বর্তমানে তাঁদের বয়স ১৮ বছর। দু'জনেই উচ্চমাধ্যমিক পাশও করেছেন। তাঁদের নামের পাশে বসেছে সংশ্লিষ্ট অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা আনন্দমোহন বিশ্বাসের পদবি। পড়াশোনা সংক্রান্ত সমস্ত নথি থাকলেও তাঁদের কাছে নেই জন্ম শংসাপত্র। বিষয়টি নিয়ে SIR আবহে উদ্বেগে তাঁরা। প্রশ্ন উঠছে, তাঁরা কী জন্ম শংসাপত্র পাবেন?
সম্প্রতি কলকাতা পুরসভার অধিবেশনে এই প্রশ্নটি করেছিলেন সেই অনাথ আশ্রমের কর্ণধার তথা কাউন্সিলার বিশ্বরূপ দে। তিনি জানতে চান, ওই তরুণরা কী ভাবে জন্ম শংসাপত্রের জন্য আবেদন করবেন? এর জবাবে ডেপুটি মেয়র তথা কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ অতীন ঘোষ জানান, চিকিৎসকের দেওয়া শংসাপত্র দেখিয়ে আদালতের কাছ থেকে একটি হলফনামা কাম অর্ডার করে আনতে হবে এ ক্ষেত্রে। তার উপর ভিত্তি করেই কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ ওই দুই জনকে জন্ম শংসাপত্র দেবে।