• ‘অরেঞ্জ লাইন’-এ প্রথম-শেষ মেট্রো ছাড়ার সময় বদল সোমবার থেকে, জেনে নিন নয়া টাইমটেবিল
    এই সময় | ২৩ নভেম্বর ২০২৫
  • কলকাতা মেট্রোর ‘অরেঞ্জ লাইন’-এর যাত্রীদের জন্য সুখবর। সোম থেকে শুক্র- অর্থাৎ সপ্তাহের অন্যতম কর্মব্যস্ত দিনগুলিতে এই লাইনে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। পাশাপাশি প্রথম মেট্রো শুরু হবে আরও আগে এবং শেষ মেট্রোর পরিষেবাও পাওয়া যাবে অপেক্ষাকৃত বেশি রাত পর্যন্ত।

    মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার ২৪ নভেম্বর থেকে অরেঞ্জ লাইনে চালু হতে চলেছে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (সিবিটিসি)। ওই দিন থেকেই সংশ্লিষ্ট লাইনে আপ এবং ডাউন মিলিয়ে ৬২টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে সোম থেকে শুক্রবার। আগে এই সংখ্যাটি ছিল ৬০। তবে শনি এবং রবিবার কোনও পরিষেবা পাওয়া যাবে না। একই সঙ্গে প্রথম এবং শেষ মেট্রোর সময়েও আনা হয়েছে পরিবর্তন।

    এতদিন পর্যন্ত সোম থেকে শুক্রবার কবি সুভাষ থেকে বেলেঘাটা যাওয়ার জন্য প্রথম মেট্রো পাওয়া যেত সকাল ৮টায়। এ বার থেকে তা মিলবে সকাল ৭টা ৪০ মিনিটে। অন্যদিকে, বেলেঘাটা থেকে কবি সুভাষ যাওয়ার জন্য প্রথম মেট্রো সকাল ৭টা ৫৫ মিনিটের পরিবর্তে পাওয়া যাবে সকাল ৮টা ১০ মিনিটে।

    অন্যদিকে, কবি সুভাষ থেকে বেলেঘাটা যাওয়ার জন্য শেষ মেট্রো পাওয়া যাবে ৮টা ২০ মিনিটে। আগে এই সময় ছিল ৮টা ০৫ মিনিট। অন্যদিকে, বেলেঘাটা থেকে কবি সুভাষ যাওয়ার জন্য শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৮টা ৪৫ মিনিট, যা আগে ছিল ৮টা ০৫ মিনিট।

  • Link to this news (এই সময়)