• হাওড়া স্টেশনে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার তাড়া তাড়া নোট, কত টাকা মিলল?
    এই সময় | ২৩ নভেম্বর ২০২৫
  • শনিবার হাওড়া স্টেশনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন এক ব্যক্তি। তাঁকে দেখে সন্দেহ হয় কর্তব্যরত আরপিএফ-এর। প্রথমে তাঁরা গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তাঁর জবাব অসংলগ্ন ঠেকছিল তদন্তকারীদের কাছে। এর পরেই তাঁর কাছে থাকা ব্যাগ তল্লাশির জন্য খোলেন আরপিএফ আধিকারিকরা। আর তা দেখেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। ভিতরে সাজানো ছিল থরে থরে টাকা।

    পরে দেখা যায়, ব্যাগে ছিল ৩৭ লক্ষ ৬৪০০০ টাকা নগদ। এই বিপুল পরিমাণ নগদ টাকা কোথায় থেকে এসেছিল, তা নিয়ে ওই ব্যক্তি কোথায় যাচ্ছিলেন? এই সমস্ত প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি। ওই ব্যক্তি কোনও নথিও দেখাতে পারেননি টাকাগুলি রাখার জন্য।

    এর পরেই আইনি পদক্ষেপ করে আরপিএফ এবং তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই উদ্ধার হওয়া টাকা আইনি প্রক্রিয়ার জন্য আরপিএফ পোস্ট হাওড়া সেন্ট্রালে রাখা রয়েছে। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, ওই টাকা বেআইনি ভাবে অন্যত্র পাচার করা হচ্ছিল। এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত ব্যক্তির পরিচয় জানার জন্য সংগ্রহ করা হচ্ছে তথ্য। উল্লেখ্য, কয়েকদিন আগে নয়াদিল্লি-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে এক যাত্রীর ব্যাগ থেকে নগদ ৭০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল।

  • Link to this news (এই সময়)