• বায়ুদূষণের প্রতিবাদে তুলকালাম দিল্লিতে, পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো দিলেন বিক্ষোভকারীরা, আটক ৬
    এই সময় | ২৪ নভেম্বর ২০২৫
  • ক্রমশ খারাপ হচ্ছে দিল্লির বাতাসের গুণমান। এর বিহিত চেয়ে রবিবার সন্ধ্যায় ইন্ডিয়া গেটের সামনে জড়ো হয়েছিলেন রাজধানীর স্থানীয় বাসিন্দারা। চলছিল বিক্ষোভ, স্লোগান। কিছুক্ষণের মধ্যেই জমায়েত সরাতে হাজির হয় পুলিশ। ধস্তাধস্তি বেধে যায়। তখনই পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। ঘটনায় একাধিক পুলিশ কর্মী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ।

    দিল্লিতে বায়ুদূষণের প্রতিবাদে এ দিন সন্ধ্যা থেকেই বিক্ষোভ শুরু হয় ইন্ডিয়া গেট চত্বরে। বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছিলেন সমাজকর্মীরাও। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। সকলেরই দাবি, বায়ুদুষণ রোধে অবিলম্বে কড়া ব্যবস্থা নিতে হবে।

    এক পুলিশ কর্তার দাবি, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন। তাঁদের প্রথমে বোঝানো হয়। কিন্তু অভিযোগ বিক্ষোভকারীরা কিছুই শুনতে চাননি। পরিস্থিতি খারাপ হতে পারে অনুমান করে তাঁদের ইন্ডিয়া গেট চত্বর ছেড়ে চলে যেতে বলে পুলিশ। তখন রাস্তাতেই বসে পড়েন কয়েকজন বিক্ষোভকারী। তাঁদের সরাতে গেলে পুলিশের উপরে চিলি স্প্রে (লঙ্কার গুঁড়ো) করা হয় বলে অভিযোগ।

    রাজধানীতে এমন ঘটনা আগে ঘটেনি দাবি করে নয়া দিল্লির ডিসিপি দেবেশ কুমার মাহলা বলেন, ‘এটা খুব অস্বাভাবিক। দিল্লিতে এই প্রথম পুলিশের উপরে চিলি স্প্রে করলেন বিক্ষোভকারীরা।’ কয়েকজন পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই এফআইআর দায়ের করা হবে।’

    বায়ুদূষণ নিয়ে বিজেপি সরকারকে তোপ দেগেছেন আম আদমি পার্টির মুখপাত্র প্রিয়াঙ্কা কাক্কর। স্বাস্থ্যে জরুরি অবস্থা চলছে দাবি করে তিনি বলেন, ‘দায়িত্বশীল সরকারের মতো আচরণ করুন। গত দশ মাস ধরে এই অবস্থা চলা সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয়নি। রাজধানীর মানুষের সঙ্গে প্রতারণা করছে সরকার।’

  • Link to this news (এই সময়)