• ছিনতাইবাজদের সঙ্গে লড়াই মহিলার, কাটা পড়ল অর্ধেক ডান হাত, ভয়ঙ্কর ঘটনা ধৌলি এক্সপ্রেসে
    এই সময় | ২৪ নভেম্বর ২০২৫
  • রবিবার সকালে চলন্ত ধৌলি এক্সপ্রেসে মহিলার হার ছিনতাইয়ের চেষ্টা দুই দুষ্কৃতীর। হার বাঁচাতে দুষ্কৃতীদের সঙ্গে ধাক্কাধাক্কি মহিলার। এরপর চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন আক্রান্ত মহিলা। ট্রেন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলেও রেলযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ধরা পড়ে যায় দুই দুষ্কৃতী। রেল পুলিশ পাকড়াও করে তাদের। ঘটনা ঘিরে চাঞ্চল্য দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীন খড়্গপুর ডিভিশনের ভোগপুর এলাকায়।

    রেল পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে হাওড়া স্টেশন থেকে ধৌলি এক্সপ্রেস ধরে খড়্গপুর স্টেশনে আসছিলেন ব্যাঙ্ক কর্মী অনুপ হাজরা ও তাঁর স্ত্রী সরমা হাজরা। ট্রেন যখন মেছেদা স্টেশন পেরিয়ে ভোগপুর স্টেশনে ঢোকার মুখে, সেই সময়েই বাথরুমে যান সরমা দেবী। তাঁর গলায় ছিল সোনার চেন। তিনি বাথরুম থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই তাঁর গলায় থাকা সোনার চেন ছিনতাইয়ের চেষ্টা করে দুই দুষ্কৃতী। হার বাঁচানোর চেষ্টায় দুই দুষ্কৃতীর সঙ্গে রীতিমত ধস্তাধস্তি শুরু হয় সরমা দেবীর।

    তাঁর চিৎকারে ছুটে আসেন তাঁর স্বামী সহ বেশ কয়েকজন যাত্রী। তবে ততক্ষণে সোনার চেন ছিনিয়ে নিয়ে ট্রেনের হাতল ধরে ঝুলতে থাকে দুই দুষ্কৃতী। হার বাঁচাতে দুষ্কৃতীদের হাত ধরে টেনে রাখার চেষ্টা করেন সরমা দেবী। এরপরই দুষ্কৃতীরা সরমা দেবীকে নিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। ট্রেনের চাকায় কাটা পড়ে সরমা দেবীর হাত। গুরুতর জখম হন তিনি। ট্রেনের চেন টানেন তাঁর স্বামী। ভোগপুর স্টেশন পেরিয়ে ট্রেন থামে। দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, যাত্রীরাও ট্রেন থেকে লাফ মারেন। স্থানীয়রাও ছুটে এসে তাদের ধরে ফেলেন।

    রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের পাকড়াও করে। উদ্ধার হয় সোনার চেনটিও। সরমা দেবীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খড়্গপুরের রেলওয়ে মেন হাসপাতালে পাঠানো হয়। বিকেল নাগাদ স্থানান্তরিত করা হয় কলকাতার কোঠারি হাসপাতালে।

    এদিন বিকেল চারটা নাগাদ খড়্গপুর রেলওয়ে হাসপাতালে দাঁড়িয়ে, বিদ্যুৎকুমার হুই নামে সরমা দেবীর এক আত্মীয় বলেন, ‘দাদা-বৌদি বেহালা থেকে বিষ্ণুপুরে আসছিলেন। খড়্গপুর স্টেশনে নেমে তাঁদের বিষ্ণুপুরে যাওয়ার কথা ছিল। মেছেদা থেকে ভোগপুর স্টেশনের মাঝে ছিনতাইবাজদের খপ্পরে পড়েন। তারপর এই ঘটনা।’ খড়্গপুর ডিভিশনের জিআরপি-র এসআরপি দেবশ্রী সান্যাল বলেন, ‘পাঁশকুড়া জিআরপি-র তরফে সামসাদ মহম্মদ এবং মহম্মদ ইমরান নামে দুই দুষ্কৃতীকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’ এদিকে চলন্ত ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সরমা দেবীর স্বামী অনুপ বাবু-সহ অন্যান্য যাত্রীরা।

  • Link to this news (এই সময়)