তেজস ভেঙে শহিদ, সেই উয়িং কমান্ডার নমনশকে চোখের জলে শেষ বিদায় স্ত্রীর
প্রতিদিন | ২৪ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার দুপুরে দুবাইয়ের আল মাকতৌম আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ে ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয় পাইলটের। রবিবার পরিবারের সঙ্গে একসঙ্গে উইং কমান্ডার নমনশ সায়লকে শেষ বিদায় জানালেন স্ত্রী।
দুবাই এয়ার শো চলাকালীন শহীদ পাইলটের মৃতদেহ রবিবার হিমাচল প্রদেশের কাংড়ায় তাঁর পৈতৃক গ্রাম পাতিয়ালকারে আনা হয়। রবিবার সেখানেই উইং কমান্ডার আফশান তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে স্বামী উইং কমান্ডার নমনশ সায়লকে শেষ শ্রদ্ধা জানান। রবিবার পূর্ণ সামরিক মর্যাদায় দাহ করা হয় তাঁর দেহ।
শেষকৃত্যে উপস্থিত ছিলেন নমনশের স্ত্রী উইং কমান্ডার আফশান, তাঁর কন্যা এবং পরিবারের অন্যান্য সদস্যরা। একটি ভিডিওতে দেখা গিয়েছে নমনশের শেষযাত্রায় কান্না চেপে শেষ বিদায় জানাচ্ছে স্ত্রী। উইং কমান্ডার নমনশ সায়লকে শেষ শ্রদ্ধা জানান গ্রামবাসীরা। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এই ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, “ভারতের একজন সাহসী পুত্র খুব তাড়াতাড়ি চলে গেলেন”।
দুবাই এয়ার শো চলাকালীন তেজস যুদ্ধবিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন উইং মমান্ডার নমনশ সায়ল। বিমান বাহিনী জানিয়েছে, একজন নিবেদিতপ্রাণ ফাইটার পাইলট এবং নিখুঁত পেশাদার উইং কমান্ডার ছিলেন সায়ল। অটল প্রতিশ্রুতি, ব্যতিক্রমী দক্ষতা এবং কর্তব্যে অবিচল থেকে দেশের সেবা করেছেন তিনি। বাহিনীর তরফে আরও বলা হয়েছে, গভীর শোকের এই মুহূর্তে ভারতীয় বিমান বাহিনী তাঁর পরিবারের পাশে রয়েছে। কৃতজ্ঞতার সঙ্গে তাঁর সেবাকে স্মরণ করা হবে বলে জানানো হয়েছে বাহিনীর তরফে।
গত ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দুবাইয়ে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক এই এয়ার শো। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০০টির বেশি বায়ুসেনার বিমান অংশগ্রহণ করে। এই তালিকায় ছিল হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজস যুদ্ধবিমান। মাঝআকাশে রণকৌশল দেখানোর সময় হঠাৎ বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বিমানটি। কয়েক সেকেন্ডের মধ্যে মুখ থুবড়ে সোজা মাটিতে আছড়ে পড়ে বিমানটি। ব্যাপক বিস্ফোরণের সঙ্গে গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে, বিমানটি যখন দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসছে, ঠিক তখনই একটি প্যারাসুটের মতো দেখতে জিনিসকে দেখা যাচ্ছে। তা দেখেই অনেকের দাবি, ঘটনার সময় বিমান থেকে বেরিয়ে আসার সব চেষ্টা করেছিলেন পাইলট নমনশ সায়ল। কিন্তু সেই বিমানটি এতটাই নিচে নেমে গিয়েছিল যে আর বের হওয়া সম্ভব হয়নি। একেবারে বিস্ফোরণে ঝলসে যায় দেহ। যদিও প্রকাশ্যে আসা ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।