• ‘ডুপ্লিকেট নেতা আনবেন না’, মেজিয়ার জনসভা থেকে কর্মীদের হুঁশিয়ারি অরূপ চক্রবর্তীর
    প্রতিদিন | ২৪ নভেম্বর ২০২৫
  • টিটুন মল্লিক, বাঁকুড়া: বাঁকুড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে আসরে অরূপ চক্রবর্তী। মেজিয়ার জনসভা থেকে দলের কর্মীদের নির্দিষ্ট বার্তা দিয়েছেন তিনি। সাংসদের মন্তধ্যে দলের অন্দরের অসন্তোষের প্রতিফলন দেখা গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

    মেজিয়ার জনসভা থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে সাংসদ অরূপ চক্রবর্তীর হুঁশিয়ারি, ‘ডুপ্লিকেট নেতা আনবেন না’। সাংসদের এই মন্তব্যে শুধু বাউরি সমাজের নাম-ভাঙানো কিছু ব্যক্তির উদ্দেশ্যে নয়, পাশপাশি দলের অন্দরের টানাপোড়েনের দিকেও ইঙ্গিত করেছেন তিনি। তৃণমূলের বাঁকুড়ার সংগঠনে গত কয়েক মাস ধরে বাউরি সমাজের নেতা পরিচয় দিয়ে একাধিক নেতার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং এলাকাভিত্তিক আধিপত্যের লড়াই চলছে বলে রাজনৈতিক মহলের দাবি। সাংসদের মন্তব্যে দলের সেই অসন্তোষের প্রতিফলন দেখা গিয়েছে।

    জেলা তৃণমূলের একটি অংশের অভিযোগ, বাউরি সম্প্রদায়ের ভোটব্যাঙ্ককে কেন্দ্র করে কিছু নতুন নেতা হঠাৎ করে নিজেদেরকে ‘সমাজের মুখ’ বলে দাবি করে আধিপত্য বৃদ্ধির চেষ্টা করছেন। রাজনৈতিক মহলের দাবি, এই ঘটনার ফলে দলের অনুমোদিত নেতৃত্ব যে পথে সংগঠনের কাজ এগোতে চাইছে, সেই পথে বিভ্রান্তি তৈরি করছে ‘ডুপ্লিকেট’ নেতৃত্ব।

    দলীয় সূত্রে খবর, সম্প্রতি জেলার কয়েকটি ব্লকে বাউরি সমাজ সম্পর্কিত কর্মসূচিতে সাংসদের ঘনিষ্ঠ নেতৃত্বকে পাশ কাটিয়ে নতুন মুখদের তুলে ধরার চেষ্টায় দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়েছে। মেজিয়ার সভার বক্তব্য তাই অনেকের কাছে সরাসরি বার্তা মনে করা হচ্ছে। দলের অনুমোদনহীন কাউকে সামনে আনা চলবে না, সমাজের অনুভূতি রাজনীতির হাতিয়ার হতে পারে বটে, তবে তা যেন ‘ব্যক্তিগত প্রভাব বিস্তার’-এর মঞ্চ না হয় বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

    রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সামনেই ভোটের বছর। এই সময় তৃণমূলের কাছে বাউরি সমাজের সমর্থন গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে সাংসদের মন্তব্য দলের অন্দরে শৃঙ্খলা আনার পাশাপাশি ‘এক নেতৃত্বের লাইন’ প্রতিষ্ঠার চেষ্টা বলেই মনে করা হচ্ছে। বাউরি কালচারাল বোর্ডের জনসভা তাই শুধু সামাজিক মঞ্চ ছিল না। দলের অন্দরে সঠিক নেতার অবস্থান, প্রভাব আর ভোটের সমীকরণকে কেন্দ্র করে রাজনৈতিক বার্তার মঞ্চ হয়ে উঠেছিল। সভায় উপস্থিত ছিলেন বাউরী কালচারাল বোর্ডের চেয়ারম্যান দীপক দুলে, তৃনমূল কংগ্রেস নেতা চন্দন চক্রবর্তী-সহ অন্যান্যরা
  • Link to this news (প্রতিদিন)