• কখনও এনুমারেশন ফর্ম নিয়ে হাজির, কখন ফর্ম পূরণে সাহায্য়, বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে দুয়ারে বিডিও!
    প্রতিদিন | ২৪ নভেম্বর ২০২৫
  • টিটুন মল্লিক, বাঁকুড়া: এসআইআরের কাজে অত্যধিক চাপের অভিযোগ। ইতিমধ্যে একাধিক বিএলও প্রাণহানির মতো চরম সিদ্ধান্ত নিয়েছেন। আবার রাজ্যে অসুস্থও হয়ে পড়েছেন কেউ কেউ। একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিডিও। একেবারে বাড়ি বাড়ি ফর্ম বিতরণে নামলেন খোদ বিডিও সৌরভ ধল্ল। শুধু তাই নয়, পূরণও করে দিচ্ছেন সেই ফর্ম। আজ রবিবার এমনই এক ব্যতিক্রমী ছবি ধরা পড়ল ছাতনা ব্লকের ঘোষের গ্রাম পঞ্চায়েতের সাঁওতালপাড়া এলাকায়। এসআইআর প্রক্রিয়াকে দ্রুততর ও স্বচ্ছ করতে এহেন উদ্যোগ বিডিওর। এদিন তাঁর সঙ্গে ছিলেন বিএলও-সহ পঞ্চায়েতের বেশ কয়েকজন কর্মীও।

    রবিবার সকাল থেকে সাঁওতালপাড়ার বিভিন্ন পাড়ায় ঘুরে ঘুরে প্রতিটি পরিবারের হাতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেন বিডিও। শুধু ফর্ম পৌঁছে দেওয়া নয়, কীভাবে তা পূরণ করতে হবে তাও গ্রামের মানুষকে বোঝান তিনি। প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে তাও বুঝিয়ে দেন। এমনকী কারো কারো ক্ষেত্রে ফর্ম ফিলআপও করে দেন। 

    গ্রামের আদিবাসী বাসিন্দা জয়ন্তী টুডু জানান, “আমরা ভেবেছিলাম, কোনও বিশেষ সরকারি টিম এসেছে। পরে দেখি বিডিও সাহেব নিজেই ফর্ম নিয়ে এসেছেন। এর আগে এমন দৃশ্য দেখিনি।” একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন বর্মন টুডু ও নলিনী সোরেনও। তাঁরা বলেন, ”ভোটার তালিকার সংশোধনের কাজে এতদিন ব্লকে যেতে হত। এবার সরকারি আধিকারিক নিজে এসে ফর্ম দিচ্ছেন” এতে গ্রামের মানুষের সমস্যা অনেকটাই মিটবে বলে দাবি স্থানীয়দের।

    অন্যদিকে বিডিও সৌরভ ধল্ল বলেন, “ভোটার তালিকায় একটি নামও বাদ পড়ুক, এটা চাই না। প্রশাসন মানুষের দোরগোড়ায় পৌঁছে গেলে পরিষেবা আরও স্বচ্ছ হয়। তাই এ বার আমরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছি।” পঞ্চায়েত সূত্রে জানা যায়, ঘোষের গ্রাম পঞ্চায়েত ছাড়াও পরবর্তী কয়েক দিনে ছাতনা ব্লকের আরও কয়েকটি গ্রামে এমনই সরাসরি ফর্ম বিলি অভিযান চলবে। প্রশাসনের আধিকারিকদের কথা অনুযায়ী, এতে তালিকা সংশোধনের গতি বাড়বে এবং ভুলভ্রান্তি কমবে।
  • Link to this news (প্রতিদিন)