• চলন্ত গাড়িতে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, কোনও রকমে প্রাণরক্ষা ৬ জনের
    এই সময় | ২৪ নভেম্বর ২০২৫
  • চলন্ত গাড়িতে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বর্ধমান-তারকেশ্বর রোডের গোতান বাজারে। সূত্রের খবর, একটি চারচাকা গাড়ি ওই বাজারের সামনে আসতেই হঠাৎ করে তাতে আগুন লেগে যায়। সেই সময়ে গাড়ির ভিতরে শিশু-সহ মোট ছ’জন আরোহী ছিলেন। কিন্তু তাঁরা তাড়াতাড়ি করে গাড়ি থেকে বেরিয়ে আসায় অল্পের জন্য ওই পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে যান। মাধবডিহি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    সূত্রের খবর, গাড়ির ভিতরে থাকা ওই ছ’জনই পূর্ব বর্ধমানের খাগড়াগড়ের বাসিন্দা। তাঁরা হুগলির পুরশুরার সোয়ালু গ্রামে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। রবিবার একটি চারচাকা গাড়িতে করে তাঁরা সেখান থেকে ফিরছিলেন। ফেরার পথে গোতান বাজারে গাড়িটি থামতেই আচমকা দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। গাড়িতে আগুন লাগতেই এক শিশু, তিনজন মহিলা ও দু’জন পুরুষ তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়েন। কোনও রকমে তাঁরা প্রাণে বাঁচেন।

    পুলিশ সূত্রের খবর, আগুনে গাড়ির ভিতরে থাকা ব্যাগ ও যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা জুলু খান বলেন, ‘গাড়ি দাঁড়াতেই আগুন বেরোতে দেখি। আমরা পুকুর থেকে বালতির পর বালতি জল এনে আগুন নেভানোর চেষ্টা করছিলাম। কিন্তু ততক্ষণে আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। সৌভাগ্যক্রমে কারও কোনও ক্ষতি হয়নি।’

    বর্ধমান দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মণ্ডল বলেন, ‘গাড়ির ভিতরে থাকা সকলে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িটি খুব বেশি পুরোনো নয়। কী ভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে। গাড়িটি সিএনজি গ্যাসে চলত।’ গোটা ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

  • Link to this news (এই সময়)