• ৫ বছরে তিরুপতিতে ২০ লক্ষ লাড্ডু তৈরি হয়েছে ভেজাল ঘি দিয়ে: রিপোর্ট
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৫
  • তিরুমালা: একদিকে অন্ধ্রপ্রদেশের পবিত্র পীঠস্থান তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির। অন্যদিকে উত্তরাখণ্ডের ভোলে বাবা ডেয়ারি। দেশের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত জুড়ে গিয়েছে দুর্নীতির গেরোয়। ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পাঁচ বছরে তিরুমালা মন্দিরে যে ২০ কোটি লাড্ডু অজস্র ভক্তের মধ্যে বিলি হয়েছে, সেগুলি ভেজাল ও বিষাক্ত উপকরণে ভরতি। তিরুমালা তিরুপতি দেবস্থানম ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান বি আর নাইডু স্বয়ং একথা স্বীকার করেছেন। 

    জানা গিয়েছে, ওই পাঁচ বছরে মোট ৪৮ কোটি ৭৬ লক্ষ লাড্ডু বিলি হয়েছিল। তার মধ্যে ২০ কোটি লাড্ডু ভেজাল ঘি দিয়ে তৈরি। যে ঘি তৈরি হয়েছে উত্তরাখণ্ডের ভোলেবাবা ডেয়ারিতে। আর শুধু ঘি নয়। একইসঙ্গে পাম তেল, পাম কারনেল তেল ও বেশকিছু বিষাক্ত উপকরণ দিয়ে ওই লাড্ডুগুলি তৈরি করা হয়েছিল। 

    গত বছরই দুর্নীতির এই বিষয় সামনে আসে। স্বাভাবিকভাবেই এই খবর কোটি কোটি ভক্তের ভাবাবেগ ও স্বাস্থ্য জড়িয়ে রয়েছে। তাই স্পর্শকাতর এই বিষয় নিয়ে তদন্ত নামে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ দল (সিট)-এর রিপোর্টে জানা যাচ্ছে, ওই পাঁচ বছরে মন্দিরের প্রসাদ লাড্ডু তৈরি করতে ৬৮ লক্ষ কেজি ভেজাল ঘি, তার সঙ্গে পাম তেল ও পাম কারনেল তেল ও অন্যান্য বিষাক্ত উপকরণ ব্যবহার করা হয়েছিল। সেই ভেজাল সামগ্রীরই দাম ছিল আড়াইশো কোটি টাকা। সবটাই এসেছে ভোলেবাবা ডেয়ারি থেকে। হিসেব বলছে, অন্তত ১১ কোটি ভক্ত নির্ধারিত ওই সময়ে মন্দির দর্শন করেছেন। তবে এটা বলা সম্ভব নয়, ৪৮ লক্ষেরও বেশি লাড্ডুর মধ্যে ২০ লক্ষ ভেজাল লাড্ডু কোন কোন ভক্ত গ্রহণ করেছেন। ইতিমধ্যেই মন্দির কমিটির প্রাক্তন চেয়ারম্যান তথা ওয়াইএসআরসিপি সাংসদ ওয়াই ভি সুব্বা রেড্ডিকে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কেন যথাযথ পরীক্ষা না করে তিনি ওই ঘি মন্দিরে ঢুকতে দিয়েছিলেন, সেই প্রশ্ন করা হলে, জানা যায়, খাবারের মান যাচাইয়ের জন্য যে কমিটি রয়েছে তারাই সেই অনুমতি দিয়েছে। আর সেই রিপোর্ট কখনওই তৎকালীন চেয়ারম্যানের সামনে আসেনি। 
  • Link to this news (বর্তমান)