• ‘ভোট না দিলে টাকা দেব না’, প্রচারে ‘হুমকি’ বিজেপির শরিক অজিত পাওয়ারের
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৫
  • মুম্বই: টাকা দিয়ে ভোট কেনা হয়েছে। সদ্যসমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে এমনই অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। এরইমাঝে প্রচার মঞ্চ থেকে কার্যত হুমকির সুরে ভোটারদের ‘সতর্ক’ করলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এনসিপি (অজিত) নেতার হুঁশিয়ারি, ‘আপনাদের হাতে ভোট দেওয়ার ক্ষমতা আছে। আর আমার কাছে রয়েছে ফান্ড (টাকা)। আপনারা যদি এনসিপি প্রার্থীকে হারিয়ে দেন, তাহলে আমিও টাকা দেব না।’ বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের উপমুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে তোলপাড় মারাঠা রাজনীতি। বিরোধীরা বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে। 

    চাপে পড়ে রবিবার সাফাই দিয়েছেন অজিত। তাঁর দাবি, বিরোধীরা তাঁর মন্তব্য বিকৃত করেছে।  তিনি বলেছেন, উন্নয়নের দৃষ্টভঙ্গি থেকে এই মন্তব্য করা হয়েছে। বিরোধীরা কী বলছে সেটা তাদের ব্যাপার। কাউকে কোনও হুমকি দেওয়া হয়নি। ভোটের প্রচারে নানা জায়গায় সবাই নানারকম প্রতিশ্রুতি দেয়, কথা বলে। অত্যন্ত সাধারণ বিষয়।

    বারামতীর মালেগাঁও নগর পঞ্চায়েত ভোটের প্রচারে এসে শুক্রবার অজিত বলেন, ‘কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে। সেগুলি নিয়ে একসঙ্গে কাজ করছেন প্রধানমন্ত্রী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রী। প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়িত হলে মালেগাঁওয়ের উন্নয়ন সুনিশ্চিত হবে। আমি কথা দিচ্ছি, আপনারা যদি এনসিপির ১৮ জন প্রার্থীকেই নির্বাচন করেন, তাহলে ফান্ডের কোনও খামতি হবে না। আর যদি আমাদের প্রার্থী হারে, তাহলে আমিও টাকা দেব না। মাথায় রাখবেন, আপনাদের হাতে ভোট দেওয়ার ক্ষমতা আছে। আর আমার কাছে টাকা আছে। এবার আপনারাই সিদ্ধান্ত নিন।’

    উপমুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধী শিবির। এনিয়ে রবিবার এনসিপি (এসপি) নেতা তথা সাংসদ সুপ্রিয়া সুলে বলেন, কমিশনের এই ধরনের মন্তব্য দ্রুত খতিয়ে দেখা উচিত। এটি কমিশনের নৈতিক দায়িত্ব। কিন্তু এখন এসব কিছুই হয় না। ন্যায়বিচার মিলছে না।
  • Link to this news (বর্তমান)