রাঁচি: স্ত্রী এবং দুই শিশুসন্তানকে শ্বাসরোধ করে খুনের পর আত্মঘাতী হলেন যুবক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দুমকা জেলায়। রবিবার তাঁদের দেহ উদ্ধার করেছে পুলিশ। হাঁসডিহা থানার ওসি তারাচাঁদ বলেন, ‘চারজনের দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে স্ত্রী এবং দুই শিশুসন্তানকে শ্বাসরোধ করে খুনের পর আত্মঘাতী হয়েছেন যুবক। তদন্ত চলছে।’ তিনি বলেন, স্ত্রী আরতী কুমারী (২৬) এবং কন্যা রুহি কুমারী (৪) এবং শিশুপুত্র বিরাজ কুমারের (২) দেহ উদ্ধার হয় ঘরের ভিতর থেকে। বাড়ির বাইরে একটি গাছ থেকে উদ্ধার হয় বীরেন্দ্র মাঝির (৩০) ঝুলন্ত দেহ। দুমকার ফুলো-ঝানো মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বীরেন্দ্র কেন এমন কাণ্ড ঘটালো, তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়রা বলছেন, দাম্পত্য কলহ থেকেই এমনটি হতে পারে। মাত্র দু’দিন আগেই স্ত্রী এবং সন্তানদের শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে এনেছিলেন বীরেন্দ্র। এরপরেও তাঁদের মত পার্থক্য কমেনি। শনিবার রাতে তা চরমে ওঠে। শেষে চরম সিদ্ধান্ত নেন তিনি।