• উত্তরাখণ্ডের আলমোড়ায় স্কুলের কাছে উদ্ধার প্রচুর জিলেটিন স্টিক
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৫
  • চম্বাওয়াত (উত্তরাখণ্ড): দিল্লি বিস্ফোরণ কাণ্ডের রেশ এখনও কাটেনি। এরমধ্যেই উত্তরাখণ্ডে একটি স্কুলের কাছে উদ্ধার শক্তিশালী বিস্ফোরণের ক্ষমতাসম্পন্ন ১৬০টি জিলেটিন স্টিক। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও প্রাথমিক তদন্তের পর জঙ্গি যোগের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন প্রশাসনের কর্তারা। আলমোড়ার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) দেবেন্দ্র পিন্চা জানিয়েছেন, ওই এলাকায় রাস্তা তৈরির কাজের সময় বিস্ফোরক এনেছিল নির্মাণকারী সংস্থা। তারাই ওই জিলেটিন স্টিক ফেলে গিয়েছে বলে অনুমান। সাধারণত পাহাড় ভেঙে রাস্তা তৈরির সময় এধরনের জিলেটিন স্টিক ব্যবহার হয়।

    আলমোড়ার সল্ট এলাকার দাবরারে রয়েছে সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলটি। ক্যাম্পাস সংলগ্ন একটি ঝোপের মধ্যে সন্দেহজনক প্যাকেট চোখে পড়ে স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল সুভাষ সিংয়ের। তিনি থানায় খবর দেন। পুলিশ এসে গোটা এলাকা ঘিরে দেয়। নৈনিতাল ও উধমসিং নগর থেকে বম্ব ও ডগ স্কোয়াডকেও ডেকে পাঠানো হয়। তল্লাশি চালিয়ে স্কুল সংলগ্ন এলাকা থেকে জিলেটিন স্টিকের বেশ কয়েকটি প্যাকেট পাওয়া যায়। ১৫-২০ ফুট দূরে আরও কিছু প্যাকেট মেলে। পুলিশ জানিয়েছে, দু’টি জায়গা থেকে মোট ১৬১টি সিলিন্ড্রিকাল জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। বিস্ফোরকগুলি সুরক্ষিতভাবে সরিয়ে নিয়ে যায় বম্ব স্কোয়াড। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। 

     তদন্ত নেমে রাস্তা নির্মাণের সঙ্গে যুক্ত কন্ট্রাক্টটর ও শ্রমিকদের সঙ্গে কথা বলছে পুলিশ। এসএসপি জানিয়েছেন, কয়েক বছর আগেই এই এলাকায় রাস্তা তৈরি হয়েছিল। নির্মাণকারী সংস্থা সম্ভবত ভুলক্রমে জিলেটিন স্টিকগুলি ঝোপের মধ্যে ফেলে চলে যায়। যদিও তদন্ত শেষ হওয়ার পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে।
  • Link to this news (বর্তমান)