• সিন্ধুপ্রদেশ আবারও ভারতের অংশ হতে পারে: রাজনাথ সিং
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: দেশভাগের সময় আলাদা হয়েছিল। সেই সিন্ধুপ্রদেশ পুনরায় ভারতের অংশ হতে পারে। এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর কথায়, আজকের দিনে সিন্ধুপ্রদেশ ভারতের অংশ নয়। কিন্তু সভ্যতার শুরু থেকে, এই অঞ্চল ভারতের ছিল। আগামী দিনে সীমান্ত পরিবর্তন হতেই পারে। তাতে সিন্ধু আবার ভারতে ফিরে আসতে পারে। তিনি আরও বলেন, সিন্ধু নদের তীরবর্তী এলাকার মানুষ, যারা এই নদীকে পবিত্র মনে করেন, তাঁরা আমাদের অংশ। কথা প্রসঙ্গে লালকৃষ্ণ আদবানির মতো নেতার নাম উল্লেখ করেন রাজনাথ। বলেন, আদবানি তার বইতে লিখেছিলেন যে, সিন্ধ্রি হিন্দুরা, বিশেষ করে তার প্রজন্মের মানুষরা, ভারত থেকে সিন্ধুর বিচ্ছিন্নতা মেনে নিতে পারেনি কখনও। পাক অধিকৃত কাশ্মীর নিয়েও একই  দাবি করেছেন রাজনাথ।
  • Link to this news (বর্তমান)