• এসআইআর: মমতার চিঠির উত্তর দিতে হিমশিম খাচ্ছে কমিশন
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৫
  • সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি; তিনদিন পার। তিন পাতার চিঠির জবাব দিতে হিমশিম খাচ্ছে কমিশন। এসআইআর (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন) ইশ্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে গত ২০ নভেম্বর চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ‘পত্রাঘাতে’ বিপাকে কমিশন। কারণ, মুখ্যমন্ত্রীর উত্থাপন করা বিষয়গুলি ক্রমশ যে সত্য বলে প্রমাণ হচ্ছে। কমিশনের কাজের অত্যধিক চাপে রাজ্যে রাজ্যে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন। আত্মহত্যাও করছেন। অভিযোগের আঙুল উঠছে সরাসরি জ্ঞানেশ কুমারের দিকেই। নির্বাচনী সংস্কারে তাঁর অতিসক্রিয়তা কেন? উঠছে প্রশ্ন। 

    তাই কী হবে মমতার চিঠির জবাব, চিঠির ভাষা, শব্দ-তথ্য-যুক্তি খুঁজছে কমিশন। নির্বাচন কমিশনের বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৫ লাইনের চিঠি অত্যন্ত খুঁটিয়ে সতর্কভাবে পড়া হচ্ছে। সার্ভারের সমস্যায় অনলাইন ডেটা আপলোড সমস্যা, বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব, এসআইআর করার ‘সময়’ নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, আপাতত এসআইআর প্রক্রিয়া বন্ধ করুন। দলনেত্রী সরব হতেই বাংলায় বিএলও মৃত্যুর জন্য সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে ‘খুনি’ বলে তোপ দেগেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বলেছেন, জ্ঞানেশ কুমার আপনাকে আমরা ছাড়ব না। কেন এভাবে মৃত্যু হচ্ছে জবাব দিতেই হবে। 

    নির্বাচন নির্ঘণ্টের ‘মডেল কোড অব কনডাক্ট’ জারি হয়নি। বিএলওরা কমিশনের হয়ে কাজ করছে ঠিকই, কিন্তু তারা রাজ্য সরকারের কর্মী। তা সত্ত্বেও কমিশন বিএলওদের ওপর কর্তৃত্ব ফলাতে পারে কি না, কোন আইনের কোন বিধিবলে কমিশন কাজ করছে, মমতার চিঠির জবাব দিতে তার যথোপযুক্ত পয়েন্ট খোঁজা হচ্ছে বলেই কমিশনের বিশেষ সূত্রে জানা গিয়েছে। সূত্রটি বলছে, প্রথমে ঠিক হয়েছিল চিঠির জবাব দেওয়া হবে না। কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রীর চিঠি। তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন দক্ষ রাজনীতিবিদের। তাই তাঁর চিঠির জবাব দিতে ভালো করে লাইন বাই লাইন পড়া হচ্ছে। কমিশনের আধিকারিক, আইনজীবীদেরও এ ব্যাপারে মতামত নেওয়া হচ্ছে। যদিও বিএলওদের ওপর কমিশনের কাজের চাপ, মানতে নারাজ দিল্লির নির্বাচন সদন। কাজের চাপ নেই প্রমাণে রবিবার উত্তরপ্রদেশ, রাজস্থানে ইনিউমারেশন ফর্ম ১০০ শতাংশ নিখুঁত ডিজিটাইজড করার জন্য বিএলওদের সম্মানিত করার খবর প্রচার করেছে কমিশন। 

    যদিও এসআইআরের কাজ করতে গিয়ে বিএলও মৃত্যুর ঘটনায় সরব হয়েছেন রাহুল গান্ধীও। তাঁর তোপ, গণতন্ত্রকে বলি দিয়ে ক্ষমতা কায়েম করে রাখতেই এসআইআর একটি ষড়যন্ত্র। উল্লেখ করেছেন, গত তিন সপ্তাহে বিভিন্ন রাজ্যে ১৬ জন বিএলও প্রাণ হারিয়েছেন। 
  • Link to this news (বর্তমান)