• হবু স্বামীকে মেসেজ করে মরণঝাঁপ তরুণীর
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৫
  • সুরাত: জানুয়ারিতে বিয়ের কথা ছিল। সেইমতো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। তার আগে শুক্রবার হঠাৎ রুফটপ কাফে থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তরুণী। মৃতের নাম রাধিকা কোটারিয়া (২৮)। পেশায় ফিজিওথেরাপিস্ট। গুজরাতের সুরাতের ঘটনা। জানা গিয়েছে, প্রায়শই হবু স্বামীকে নিয়ে এই কাফেতে আসতেন রাধিকা। গত শুক্রবার সন্ধ্যা আটটা নাগাদ সেখানে একাই এসেছিলেন। আচমকা শপিং কমপ্লেক্সের ন’তলার কাফে থেকে ঝাঁপ মারেন। আত্মহত্যার আগে হোয়াটসঅ্যাপে হবু স্বামীকে মেসেজ করেছিলেন তিনি। তাতে লেখেন, ‘ছোটো-খাটো সব কিছু কথা বাবা-মার কানে তুলো না।’ তাহলে কি উভয়ের মধ্যে কোনও ঝামেলা হয়েছিল? কী বিষয় না জানানোর অনুরোধ করেছিলেন যুবতি? তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার দিন অর্থাৎ ২১ নভেম্বর সন্ধ্যায় নিজের ফিজিও ক্লিনিক থেকে কাফেতে গিয়েছিলেন রাধিকা। কাফের এক কর্মীর কথায়, ‘একটি জলের বোতল ও চায়ের অর্ডার দিয়েছিলেন ওই তরুণী। প্রায় ২০ মিনিট বসেছিলেন। ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। এরপর আমি কিচেনে গিয়েছিলাম। কিচেন থেকে বেরিয়ে দেখি- উনি রেলিংয়ের কাছে দাঁড়িয়ে। কিছু বুঝে ওঠার আগেই ঝাঁপ দেন।’
  • Link to this news (বর্তমান)