• চার দিন পর খোঁজ মিলল শিলিগুড়ির ৩ নাবালিকার
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রহস্যজনক ভাবে চার দিন পর শিলিগুড়ির ২ নম্বর পঞ্চানন কলোনি থেকে নিখোঁজ তিন কিশোরীর খোঁজ মিলল। নিজেরাই ফিরে এসে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রধাননগর থানার পুলিশের বিশেষ দলকে ফোন নিজেদের অবস্থানের কথা জানায়। তারপর পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। প্রাথমিক ভাবে তারা পুলিশের তদন্তকারীদের জানিয়েছে, তারা এক মাসির সঙ্গে হাওড়ায় বেড়াতে গিয়েছিল।  তিন কিশোরীর বয়সই ১৬ বছর। তাদের সেই মাসিও কিশোরী। যদিও পুলিশ প্রকৃত ঘটনা জানার চেষ্টা চালাচ্ছে। 

    উল্লেখ্য, ১৯ নভেম্বর রাতে জন্মদিনের পার্টিতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যায় তিন কিশোরী। তাদের সর্বত্র খোঁজাখুঁজির পরে প্রধাননগর থানার পুলিশের শরণাপন্ন হয় তাদের পরিবার। পুলিশ মোবাইল নম্বর ধরে খোঁজ শুরু করে। তবে সেভাবে কিছুই জানা যাচ্ছিল না। রবিবার প্রধাননগর থানায় ফোনে নাবালিকাদের মধ্যে একজন জানায় যে তারা এনজেপি স্টেশনে আছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই কিশোরীদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। জেরাতে তারা জানায় তাদের এক মাসি যে নিজেও কিশোরী, তার সঙ্গেই ট্রেনে চেপে হাওড়া চলে গিয়েছিল। সেখানে তিন দিন থাকার পরে শনিবার হাওড়া থেকে ট্রেনে চেপে এনজেপি চলে আসে। পুলিশ তাদের খুঁজছে জানতে পেরে নিজেরাই থানায় যোগাযোগ করে। যদিও এই তথ্য কতটা সত্যি তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

    তদন্তকারীদের একাংশের দাবি, কয়েকদিন আগেও চার কিশোরী বাড়িতে কিছু না জানিয়ে রঙিন জীবনের স্বপ্নে মেতে গুয়াহাটি চলে যাওয়ার পরিকল্পনা করেছিল। যদিও শেষ পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়েছিল। ধরা পড়ার পরে তারা এক কাল্পনিক নারীর কথা জানিয়ে গল্প ফেঁদেছিল। এরপর এই ঘটনাতেও এক কিশোরী মাসির গল্প জানা যাচ্ছে। ফলে এক্ষেত্রে কোনওভাবে কোনও পাচারের বিষয় ছিল কি না তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং বলেন, ওই তিন কিশোরীকে উদ্ধার করা হয়েছে। তারা জানিয়েছে নিজেরাই হাওড়া চলে গিয়েছিল। কিন্তু সেখানে কার সঙ্গে গিয়েছিল, কোথায় ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। 

    প্রধাননগর থানার পুলিশ তিন কিশোরীকে শিশু সুরক্ষা কমিটির মাধ্যমে এদিনই পরিবারের হাতে তুলে দেয়। যদিও তাদের ফের চাইল্ড লাইনের সামনে জেরা করা হবে বলে পুলিশ জানিয়েছে।  
  • Link to this news (বর্তমান)