• চালসায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হাতির সামনে পড়ে আতঙ্কে মৃত্যু মহিলার
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, নাগরাকাটা: রবিবার সকালে মাটিয়ালি ব্লকের চালসা সংলগ্ন শালবাড়ি মোড়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে হাতির সামনে পড়ে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম লিপিকা রায় (২৬)। তাঁর বাড়ি বাতাবাড়ি ১নং গ্রাম পঞ্চায়েতের শালবাড়ির খরিয়ারবন্দর বস্তিতে। স্থানীয়রা জনিয়েছেন, শনিবার গভীর রাতে দু’টি হাতি শালবাড়ি মোড় সংলগ্ন এলাকায় চলে আসে। রবিবার ভোরে হাতিগুলি খরিয়ার বন্দর জঙ্গলের দিকে ফিরছিল। হঠাৎ সেই হাতিগুলির সামনে পড়ে যান লিপিকাদেবী। হাতি দেখেই তিনি ভয়ে অসুস্থ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতাল ও পরে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর ছ’মাসের শিশু সন্তান রয়েছে। 

    মৃতার বাবা পবিত্র রায় বলেন, নিয়মিত এলাকায় হাতি আসছে। এদিন হাতি দেখেই ভয়ে আমার মেয়ের মৃত্যু হয়। বনদপ্তরের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছি। বনদপ্তর জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে। মাল থানার পুলিশ  দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে।

    অন্যদিকে মাল ব্লকের ডামডিম চা বাগানে বার বার চলে আসছে একটি দলছুট দাঁতাল হাতি। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। হাতিটি রবিবার সকাল থেকে বাগানের গোসাঁইলাইনের একটি ধানের জমিতে দাঁড়িয়ে আছে। হাতিটি শনিবারও বাগানে ছিল। সন্ধ্যায় বনকর্মীরা জঙ্গলে ঢুকিয়ে দিয়েছিলেন। কিন্তু এদিন ফের একই জায়গায় চলে আসে। বন দপ্তরের মাল স্কোয়াডের রেঞ্জার অঙ্কন নন্দী বলেন, শনিবার সন্ধ্যায় হাতিটি জঙ্গলে ঢুকেছিল। এদিন ফের চলে এসেছে। আমরা হাতিটির উপর নজরদারি শুরু করেছি।
  • Link to this news (বর্তমান)