আদ্রা ডিভিশনে কাজ, ফের বহু ট্রেন বাতিলে ক্ষোভ যাত্রীদের
বর্তমান | ২৪ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পুজোর মরশুমে বাতিল ছিল অসংখ্য ট্রেন। এর ফলে ভোগান্তির শিকার হন লক্ষ লক্ষ মানুষ। এবার বিভিন্ন ধরণের কাজের জন্য আদ্রা ডিভিশন এলাকায় রোলিং ব্লকের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল। রেল সূত্রে খবর, এর ফলে আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, বেশকিছু ট্রেনের সময় পরিবর্তন ও কিছু ট্রেনের সীমিত যাত্রাপথের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ২৪ থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই রোলিং ব্লক কর্মসূচি চলবে। নিত্য যাত্রীরা জানাচ্ছেন, দিনে দিনে জনসংখ্যা বাড়ছে। কিন্তু সেই তুলনায় ট্রেনের সংখ্যা বাড়েনি। ফলে ট্রেনের টিকিট পেতে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে। তার মধ্যে গোটা পুজোর মরশুমে শতাধিক ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি কোনও ট্রেন সময় মতো চলছে না। দুই থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত দেরিতে যাতায়াত করছে ট্রেনগুলি। ফলে গন্তব্যস্থলে পৌঁছাতে সাধারণ মানুষের কালঘাম ছুটছে। রেল সূত্রে খবর, আদ্রা ডিভিশনে চার জোড়া ট্রেন বাতিল হচ্ছে। তার মধ্যে ২৫ নভেম্বর ৬৮০৪৬ , ৬৮০৪৫ আসানসোল– আদ্রা–আসানসোল মেমু প্যাসেঞ্জার , ২৫ ও ২৯ নভেম্বর তারিখ ৬৮০৭৭ , ৬৮০৭৮ আদ্রা–ভগা - আদ্রা মেমু প্যাসেঞ্জার , ২৮ নভেম্বর ৬৮০৯০, ৬৮০৮৯ আদ্রা - মেদিনীপুর - আদ্রা মেমু ও ৩০ নভেম্বর ৬৮০৫৩ , ৬৮০৫৪ আদ্রা - বরাভূম - আদ্রা মেমু ট্রেন বাতিল করা হচ্ছে।
বেশকিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হচ্ছে। ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, ১৮০১৯, ১৮০২০ ঝাড়গ্রাম - ধানবাদ - ঝাড়গ্রাম এক্সপ্রেস ট্রেন ২৪ থেকে ২৮ নভেম্বর অবধি বোকারো স্টিল সিটি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলবে। বোকারো স্টিল সিটি - ধানবাদ - বোকারো স্টিল সিটি অংশ বাতিল থাকবে। একইসঙ্গে ১৩৫০৩ , ১৩৫০৪ বর্ধমান হাতিয়া মেমু এক্সপ্রেস ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোমো পর্যন্ত সীমিত থাকবে। পাশাপাশি ৬৮০৫৬, ৬৮০৬০ টাটা - আসানসোল - বরাভূম মেমু ২৫ নভেম্বর আদ্রা পর্যন্ত চলবে। আদ্রা - আসানসোল - আদ্রা অংশ বাতিল থাকবে। এরসঙ্গে ৬৩৫৯৪, ৬৩৫৯৩ আসানসোল–পুরুলিয়া–আসানসোল মেমু ট্রেনটি ৩০ নভেম্বর আদ্রা পর্যন্ত চলবে। আদ্রা - পুরুলিয়া - আদ্রা অংশটি বাতিল থাকবে।