• জেলা পরিষদের উদ্যোগে সুন্দরবনে শুরু হল টুরিস্ট বোটের স্বাস্থ্যপরীক্ষা
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: টুরিস্ট বোটগুলির ‘ফিটনেস টেস্ট’ শুরু হল সুন্দরবনে। এই প্রথম জেলা পরিষদের তরফে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ফিটনেস সার্টিফিকেট পেলে তবেই আগামী বছরের লাইসেন্স পেতে এনওসির জন্য আবেদন করতে পারবেন বোট মালিকরা। রবিবার গোসাবায় এই কাজ শুরু হল। নৌকার পরিকাঠামো, ব্যাটারি, ইঞ্জিন, ক্রু লাইসেন্স, বৈধ অগ্নিনির্বাপক ব্যবস্থা সহ মোট ১৯টি বিষয় দেখা হবে। টেন্ডার ডেকে একটি এজেন্সিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সুন্দরবনে পর্যটকদের নদী ভ্রমণ করায় যেসব বোট, তাদের হালহকিকত জানতে সুন্দরবন টাইগার রিজার্ভের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতেই এই উদ্যোগ। জানা গিয়েছে, গোসাবা, বাসন্তী, ঝড়খালি, কুলতলি এবং নামখানায় এই বোট পরীক্ষার কাজ করবে ওই এজেন্সি। সব মিলিয়ে ৭৪০টি টুরিস্ট বোটের স্বাস্থ্যপরীক্ষা করার কথা রয়েছে।

    জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল বলেন, পর্যটকদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বোটগুলি নির্দিষ্ট সব নিয়ম মানছে কি না, সেটা পরীক্ষা করে দেখা হবে। চেক লিস্টে থাকা ১৯টি বিষয়ের উপর রিপোর্ট তৈরি করা হবে। খামতি থাকলে সেটাও লিখবে ওই এজেন্সি। সার্বিকভাবে তারা সন্তুষ্ট হলে তবেই দেওয়া হবে ফিটনেস সার্টিফিকেট।
  • Link to this news (বর্তমান)