নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: গোপীবল্লভপুরে মন্দিরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। তিনটি গ্ৰামের মাঝে শ্যামামায়ের মন্দির। শনিবার রাতে ওই মন্দিরের দু’টি দরজার তালা ভেঙে লাখ টাকার সোনা ও রুপোর গয়না চুরি যায়। গোপীবল্লভপুর ১ ব্লকের জগন্নাথপুর, ভট্টগোপালপুর ও কুড়িচামঠ গ্রামের বাসিন্দাদের মধ্যে চুরির ঘটনায় তোলপাড় পড়ে যায়। গোপীবল্লভপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জগন্নাথপুর, ভট্টগোপালপুর ও কুড়িচামঠ এই তিন গ্ৰামের মাঝে ২০০৫ সালে ওই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। মন্দিরের বেদীতে শ্যামামায়ের পাথরের মূর্তি রয়েছে। প্রতিদিন দুপুরে মায়ের পুজো হয়। দেবী মায়ের নিত্যপুজোয় বাসিন্দারা উপস্থিত থাকেন। প্রতি দিনের মতো শনিবার সন্ধ্যেবেলায় আরতির পর মন্দিরের দু’টি দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। মন্দিরের সেবায়েত সকালে এসে দেখেন কাঠের দরজা ও গ্ৰিলের তালা ভাঙা! পুলিশ খবর পেয়েই গ্ৰামে যায়। সেবায়েত পরেশচন্দ্র সাউ বলেন, শনিবার সন্ধ্যে আরতির পর মন্দিরের দরজায় তালা দিয়েছিলাম। মায়ের রুপোর মুকুট, হাতের চূড়া, পায়ের নূপুর ও গলায় সোনার লকেট ছিল। দু’টো খড়্গর মধ্যে একটি চুরি গিয়েছে। বেশিরভাগ গয়না ভক্তরা দিয়েছেন। সকালে আমার স্ত্রী মন্দিরে এসে প্রথম দরজার তালা ভাঙা দেখেন। বহুবছর ধরে এই মন্দিরের দেখভাল করছি। এমন ঘটনা আগে ঘটেনি।
গ্ৰামের বাসিন্দা বিকাশ সাউ বলেন, মন্দিরের চারপাশে বসতি আছে। মাঝরাতে চুরির ঘটনা ঘটেছে বলেই মনে করছি। পুলিশ তদন্ত করে যে বা যারা চুরির ঘটনায় যুক্ত তাদের ধরুক। দেবী মায়ের গয়না চুরি আমরা মেনে নিতে পারছি না।