• ভূপতিনগরে মহিলা কর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত প্রধান শিক্ষক
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কাঁথি: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রান্নার দায়িত্বে থাকা মহিলা কর্মীকে বিদ্যালয়ের ভিতরে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ভূপতিনগরের একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাঁর বাড়ি ভূপতিনগরের একতারপুর এলাকায়। রবিবার তাঁকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাতদিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার বছর ৫১-র ওই শিক্ষক একা পেয়ে মহিলা কর্মীর সঙ্গে এমন ব্যবহার করে বলে অভিযোগ। ওই মহিলা সহকর্মীদের বিষয়টি জানান। অভিযোগ, তাঁদের বলার জন্য মহিলা কর্মীকে অভিযুক্ত শিক্ষক হুমকি দেয়। এরপরই নির্যাতিতার কাছ থেকে খবর পেয়ে অন্যান্য মহিলারা জড়ো হয়ে ওই শিক্ষককে ঘেরাও করে রাখেন। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। পরে মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

    উল্লেখ্য, ওই স্কুলে একজনই শিক্ষক রয়েছেন। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে স্কুলের রান্নার দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)