১৩ বছর ‘নিখোঁজ’, এয়ার ইন্ডিয়ার বিমান মিলল কলকাতায়
বর্তমান | ২৪ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক আধ বছর নয়। দীর্ঘ ১৩ বছর ধরে পড়ে আস্ত একটি বিমান। সেটির কথা ভুলেও গিয়েছিল কর্তৃপক্ষ। আলপিন বা বোতামের কথা হচ্ছে না। বাস্তবিকই আস্ত একটি বিমান পড়েছিল বিমানবন্দরের পার্কিং এরিয়ায়। ছিল নিখোঁজ। বিশাল আকারের বহুমূল্য উড়োজাহাজটির কথা মনেই পড়েনি কারও।
সাধারণত কোনও বিমান সংস্থার হাতে কতগুলি বিমান রয়েছে, কোন ধরণের বিমান আছে, তার মধ্যে কতগুলি সক্রিয়, কতগুলি নিষ্ক্রিয় হয়ে রয়েছে— তার একটি ডেটাবেস থাকে। তথ্যের ওই ভাণ্ডার থেকে জানা যায়, সরকারি হোক বা বেসরকারি, বিমান সংস্থাগুলি আগামী দিনে তাদের বিমান সংখ্যা কতগুলি বাড়াবে কিংবা বাড়াবে কি না ইত্যাদি বিষয়। কিন্তু এই বিমানটির যে কাহিনি সামনে এসেছে তা রীতিমতো আলোড়ন ফেলে দেওয়ার মতো। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭ দীর্ঘদিন নিখোঁজ থাকার পর উদ্ধার হল কলকাতায়। অভিজ্ঞ মহলের অনুমান, এই বিমানটি সম্পর্কে সংশ্লিষ্ট বিমানসংস্থা ভুলেই গিয়েছিল। ১৩ বছর ধরে যানটি পড়েছিল কলকাতা বিমানবন্দরের পার্কিং এরিয়ার এক কোণে। পরিত্যক্ত অবস্থায় থাকা বিমানটি সম্পর্কে কারও কোনও হুঁশ ছিল না। দীর্ঘ ১৩ বছর পর এ খবর এল সামনে।
এটি বোয়িং ৭৩৭-২০০ বিমান। বয়স ৪৩ বছর। ১৯৮২ সালে এটি সরবরাহ করা হয়েছিল। পরবর্তীকালে অর্থাৎ ২০০৭ সাল থেকে বিমানটি এয়ার ইন্ডিয়া মালবাহী বিমান হিসেবে ব্যবহার করে। ইন্ডিয়া পোস্টের কাজের জন্য ব্যবহার হয়েছিল। ২০১২ সালে শেষবার ওড়ে। বোয়িং পরিবারের মধ্যে ‘বেবি বিমান’ হিসেবে চিহ্নিত এটি। জানা গিয়েছে, বিমানটির কল-সাইন ‘ভিটি-ইএইচএইচ’। বিমানটিতে ২০১২ সালের শেষের দিকে বেশ কিছু স্ট্যান্ডার্ড কম্পিউটারাইজড এয়ারপ্লেন পারফর্ম্যান্স বা ‘স্ক্যাপ’ পাওয়া যায়। অর্থাৎ বিমানের গায়ে দাগ এবং যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়। তারপর থেকে সেটি আর আকাশপথে ব্যবহার করা হয়নি। কলকাতা বিমানবন্দরের পার্কিং লটের এক কোণে ঠাঁই হয় সেটির।
সাধারণ কোনও বিমানের কার্যকাল শেষ হলে সেটি অন্য কাজে ব্যবহার করা হয়। বিমানের কাঠামো বিক্রির রেওয়াজ আছে। সেই কাঠামো দিয়ে রেস্তরাঁ তৈরি হয়। কিংবা বিনোদন পার্কে দর্শকের মনোরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয় সাধারণত। এখানেই লক্ষণীয়, ‘ভিটি-ইএইচএইচ’ এবং ‘ভিটি-ইজিজি’ দু’টি বিমানের কার্যকাল শেষ হয়েছিল। তখন ‘ভিটি-ইজিজি’ বিমানটি রাজস্থানে নিয়ে যাওয়া হয় রেস্তোরাঁ তৈরির জন্য। কিন্তু ‘ভিটি-ই এইচএইচ’ বিমানটি কলকাতা বিমানবন্দরে পড়ে থাকে। এবং পড়ে থাকে দীর্ঘ ১৩ বছর। এর আগে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ছিল এয়ার ইন্ডিয়া। তাদের সরকারি খাতা থেকে কার্যত উধাও হয়ে যায় এই বিমানের তথ্য। পরে টাটা গোষ্ঠীর হাতে দায়িত্ব যায়। তাদের সাম্প্রতিক একটি রিপোর্টে বোয়িং ৭৩৭-২০০ বিমান সম্পর্কে খবরাখবর উঠে আসে। এটাও জানা যায়, কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ অনেক আগেই এই বিমানটিকে সরিয়ে নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল। আগের বিমান সংস্থাকে সে বিষয়ে নির্দেশও দিয়েছিল। কিন্তু তারপর শুধু সময় গড়িয়ে গিয়েছে। বছরের পর বছর ধরে বিমানটি পড়েই ছিল। এবং নথি থেকেও বাদ চলে যায় বিমানের নাম। অবশেষে নিখোঁজের খোঁজ মিলল। এই সেই বোয়িং ৭৩৭-২০০ বিমান।