নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: টানা দু’বছর ধরে রাস্তা খারাপ। পিচ উঠে বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙা রাস্তা থেকে উড়ছে ধুলো। তাতে চলাচল করা কঠিন হয়ে উঠেছে। সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়ারা। রাস্তা দ্রুত মেরামতির দাবিতে রবিবার সকালে গ্রামবাসীরা একজোট হয়ে অবরোধ, বিক্ষোভ দেখান ভাঙড় ১ ব্লকের তারদহ মেইন রোডে। খবর পেয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ বিক্ষোভ তুলতে গেলে তাদের সঙ্গে একপ্রস্থ বচসা হয় স্থানীয়দের।
পুলিশের সামনেই দীর্ঘক্ষণ অবরোধ চালান তাঁরা। জানা গিয়েছে, ৬ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা এতটাই খারাপ যে চলার অযোগ্য। এই রাস্তা দিয়ে বাসন্তী রাজ্য সড়ক থেকে সোনারপুরের তেমাথা এবং খেয়াদহ হয়ে ইএম বাইপাসের আনন্দপুরে পৌঁছনো যায়। তবে মূল রাস্তা খারাপ হওয়ায় সমস্ত জায়গায় যোগাযোগ কঠিন হয়ে পড়েছে বলে দাবি বিক্ষোভকারীদের।
তাঁদের দাবি, বেহাল রাস্তা সারানোর জন্য প্রশাসনকে বারবার জানিয়েছেন। কিন্তু লাভ হয়নি। তারদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা রায়চৌধুরী বলেন, রাস্তাটি পূর্তদপ্তরের অন্তর্গত। সেটি ঠিক করার জন্য পূর্তদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। নিজস্ব চিত্র