তৈরি হচ্ছে ‘মেকানাইজড’ লন্ড্রি, স্মার্ট ওপিডি আমূল বদলে যাবে নৈহাটি হাসপাতাল
বর্তমান | ২৪ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ডাক্তার এবং নার্সরা যাতে জীবাণুমুক্ত পোশাক পরেন, হাসপাতালে পরিষ্কার বেডশিট থাকে, তার জন্য নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ‘মেকানাইজড লন্ড্রি’ তৈরি হচ্ছে। স্বাস্থ্যদপ্তর এজন্য সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছে। পূর্তদপ্তর এটি তৈরি করবে। উত্তর ২৪ পরগনা এবং নদীয়ার সমস্ত হাসপাতালের পোশাক, বেডসিট ইত্যাদি ধোয়া, ইস্ত্রি করা হবে নৈহাটির এই হাসপাতাল থেকে। স্বাস্থ্যদপ্তর সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের কয়েকটি হাসপাতালে এমন মেকানাইজড লন্ড্রি তৈরি করবে।
পাশাপাশি গোটা নৈহাটি হাসপাতালের চেহারাতেও আমূল পরিবর্তন হতে চলেছে। দু কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে স্মার্ট ওপিডি। এই কাজ ৭০ শতাংশ হয়েও গিয়েছে। এখানে ‘ই প্রেসক্রিপশন’-এর মাধ্যমে চিকিৎসা হবে।
তবে বর্তমানে যে বিল্ডিং আছে, সেটি প্রায় ৪০ বছরের পুরোনো। তাই ভবনটির আমূল পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যদপ্তর। এজন্য ২ কোটি ২৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। খুব শীঘ্রই সেই কাজও শুরু হবে বলে নৈহাটি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বর্তমানে হাসপাতালে ৩৫ জন চিকিৎসক এবং ৪৫ জন নার্স রয়েছেন। জানুয়ারি মাসে দু’জন চিকিৎসক অবসর নেবেন। সে সময় আরও চিকিৎসকের প্রয়োজন হবে বলে মনে করছেন হাসপাতালের সুপার ডাঃ অমিত দুবে।
বৃহস্পতিবার ওই হাসপাতালে গিয়ে দেখা গেল, টিকিটঘরের সামনে লম্বা লাইন। শুধু নৈহাটি শহর নয়, আশপাশের পঞ্চায়েত এলাকার বহু মানুষ চিকিৎসার জন্য লাইন দিয়েছেন। অমিত দাস নামে এক রোগী জানালেন, কদিন ধরে পেটে ব্যথা হচ্ছে। তাই আজকে ডাক্তার দেখাতে চলে এলাম। কিন্তু যেভাবে লাইন পড়েছে, কখন দেখাতে পারব জানি না। রোজই এই হাসপাতালে রোগীদের লম্বা লাইন থাকে। রোগীদের ভিড়ের কথা স্বীকার করে হাসপাতালের সুপার ডাঃ দুবে বলেন, বিস্তীর্ণ এলাকার মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল। ১৩১টি বেড রয়েছে। খুব শীঘ্রই সিএসআর-এর মাধ্যমে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ডিজিটাল এক্স-রে এবং ইকো প্রুফ আল্ট্রাসোনগ্রাফি মেশিন দিচ্ছে। এতে রোগীদের খুব সুবিধা হবে। স্মার্ট ওপিডি আগামী মার্চ মাসেই চালু হয়ে যাবে। আর আশা করছি এক বছরের মধ্যে চালু হয়ে যাবে মেকানাইজড লন্ড্রিও। সেই সঙ্গে খুব শীঘ্রই পুরনো বিল্ডিংয়ের আমূল পরিবর্তন শুরু হবে।