মমতার হাত ধরে বদলে যাওয়া কলকাতা ও নিউটাউনের প্রশংসা মাহিন্দ্রার চেয়ারম্যানের
বর্তমান | ২৪ নভেম্বর ২০২৫
রাহুল চক্রবর্তী, কলকাতা: বদলে গিয়েছে শহর কলকাতা। বদলেছে সল্টলেক, নিউটাউন। কলকাতা আজ সৌন্দর্যায়নের মানচিত্রে টেক্কা দিচ্ছে দেশের যে কোনও শহরকে। রাস্তা, আলো, সুউচ্চ বহুতল, বাজার, শপিং মল, বিনোদন পার্ক— এক সুসজ্জিত পরিবেশে মোড়া চারপাশ। ধর্মতলা থেকে নিউটাউন আজ দূরে নয়। গতিতে গাড়ি ছুটছে দিন-রাত। আর বিমানবন্দরের ধার ঘেঁষে থাকা নিউটাউন যেন ইতিহাসে নতুন গল্প লিখছে! ‘আনন্দের শহর কলকাতা’-র এই বদলে যাওয়া ছবি নজর এড়ায়নি মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রার। সাজানো গোছানো নিউটাউনের কথা তুলে ধরতে গিয়ে রবিবার সামাজিক মাধ্যমের দেওয়ালে উচ্ছ্বসিত প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘নিউটাউনের কথা শুনে আমি একটু অবাক হয়েছিলাম। হয়তো তার কারণ, আমি বহু বছর কলকাতায় আসিনি। কলকাতার এক বন্ধুর সঙ্গে কথা বলতে গিয়ে তখনই গোটা পরিকল্পনার কথা জানতে পারি।’ এরপরই আনন্দ মাহিন্দ্রার গুরুত্বপূর্ণ বার্তা, ‘এমন একটি শহর, যা নবজাগরণের পীঠস্থান। পর্যটকদের কাছে আরও আকর্ষণীয়।’
নিজের বক্তব্যের স্বপক্ষে একটি ভিডিও তুলে ধরেছেন আনন্দ মাহিন্দ্রা। ‘ইন্ডিয়ান জেমস’-র একটি ভিডিও সামনে এনে আনন্দ মাহিন্দ্রা বদলে যাওয়া নিউটাউনকে সামনে এনে দিয়েছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নিউটাউনের ঝাঁ চকচকে রাস্তা, উড়ালপুল, আকাশছোঁয়া বহুতল, রাস্তার উপরে কোথাও আল্পনা দেওয়া, কোথাও স্কেটিং রিং—সৌন্দার্যায়নের হরেক ল্যান্ডমার্ক। ‘ইন্ডিয়ান জেমস’ নিয়ে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘এটি কলকাতার নিউটাউনের ২০ হাজার একরজুড়ে বিস্তৃত। যা সরকারি সংস্থা দ্বারা তৈরি এবং রক্ষণাবেক্ষণ করা হয়েছে। রাস্তাঘাটগুলি এখন খানাখন্দ মুক্ত, ধুলোহীন। প্রশস্ত ফুটপাত। বৃক্ষরোপন করা হয়েছে।’
নিউটাউন-রাজারহাট সহ গোটা কলকাতার ছবিটা যে অনেকটাই পাল্টেছে, তা অকপটে স্বীকার করেন দেশের উদ্যোগপতিরা। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসে দেশের প্রথম সারির শিল্পপতিরা খোলাখুলি জানিয়ে গিয়েছেন, কলকাতা এখন দেশের উন্নয়নের মানচিত্রে আলাদা জায়গা করে নিয়েছে। প্রতিদিনই কলকাতা যেন আরও পরিবর্তন করছে নিজেকে।
এই প্রেক্ষাপটেই রাজ্যের শাসক দলের নেতারা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলেই কলকাতা পেয়েছে দেশের নিরাপদতম শহরের তকমা। এমনকি, মা উড়ালপুলের ছবিকে নকল করতে হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারকে। বাস্তব হল, দেশের শিল্পপতি, উদ্যোগপতিদের নজর কাড়ছে বদলে যাওয়া কলকাতা।