• প্রতিশ্রুতিই সার, মহিলা শৌচালয় তৈরির জন্য জমি মিলছে না শহরে
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কথা ছিল, পাঁচ বছরে তৈরি হবে ১২০টি মহিলা শৌচালয় (পে অ্যান্ড ইউজ টয়লেট)। সম্ভব হলে মহিলাদের জন্য ১৪৪টি ওয়ার্ডের প্রতিটিতে গড়া হবে একটি করে টয়লেট। সেখানে থাকবে ন্যাপকিন ভেন্ডিং মেশিন, বাচ্চাদের ব্রেস্ট ফিডিং রুম। ২০২১ সালে কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূলের ইস্তাহারে দেওয়া হয়েছিল এই প্রতিশ্রুতি। ‘কলকাতার দশ দিগন্ত’ নামের সেই ইস্তাহারে একথা থাকলেও তা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে জমি। চার বছর হয়ে গিয়েছে। তার মধ্যে মাত্র দু’টি শৌচালয় চালু করা গিয়েছে। তৈরি হচ্ছে বা নতুন করে হবে, এমন অবস্থায় রয়েছে মাত্র ১৫টি। অর্থাৎ লক্ষ্যমাত্রা পূরণের ধারেকাছে যেতে পারেনি কলকাতা পুরসভা। আগামী এক বছরের মধ্যে যে তারা এই কাজ শেষ করতে পারবে, এমন কোনও সম্ভাবনাও নেই।

    কলকাতা পুরসভার উত্তরণ (বস্তি) বিভাগের তথ্য বলছে, বর্তমানে শুধু মহিলাদের জন্য দু’টি শৌচালয় চালু রয়েছে শহরে। মির্জা গালিব স্ট্রিট ও হিন্দ সিনেমার উল্টোদিকে। পাশাপাশি শহরের পাঁচটি হাসপাতালে (লেডি ডাফরিন, আর জি কর, আইডি, কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস) মহিলা শৌচালয় তৈরি হবে। সেগুলির টেন্ডার প্রক্রিয়া চলছে। এর বাইরে আরও চারটি তৈরি হয়ে পড়ে রয়েছে। খুব শীঘ্রই চালু হবে। বাকি দু’টির কাজ শেষের দিকে। আরও তিন-চারটির জন্য জায়গা চিহ্নিত হয়েছে। তবে কাজ শুরু হয়নি। এই কাজে সমস্যা হয়ে দাঁড়িয়েছে জমি। কারণ, শহরের সর্বত্র মহিলা শৌচালয় করার মতো পর্যাপ্ত জমি মিলছে না, কিংবা কাউন্সিলাররাও সেই জমি খুঁজে দিতে পারছেন না। ফলে প্রতিশ্রুতিও পূরণ হচ্ছে না।

    পাশাপাশি শহরে সবকটি ‘পে অ্যান্ড ইউজ টয়লেট’ সংস্কার করা হচ্ছে। যেহেতু মহিলাদের জন্য ‘ডেডিকেটেড’ শৌচালয় তৈরি করা সম্ভব হচ্ছে না, তাই পুরনো সুলভ শৌচালয়ে আলাদা ব্রেস্ট ফিডিং রুম এবং চেঞ্জিং রুম করা হচ্ছে। এক পুরকর্তা বলেন, যেখানে পুরনো টয়লেটগুলিতে জায়গা রয়েছে, সেখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। কিন্তু সব জায়গায় সেই সুযোগ নেই। জায়গার অভাবে নতুন করে মহিলা শৌচালায় তৈরি করা সম্ভব হচ্ছে না। এ প্রসঙ্গে কলকাতা পুরসভার উত্তরণ (বস্তি) বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, শহরে জমি একটা বড়ো সমস্যা। জায়গা না পেলে কীভাবে নতুন করে মহিলা শৌচালয় বানানো যাবে? তবুও, আমরা চেষ্টা করছি যাতে ছোটো জায়গার মধ্যে কিছু করা যায়।
  • Link to this news (বর্তমান)