এডিট অপশন উধাও, ভোটার তালিকা সংশোধনের কাজে বিপাকে বিএলও’রা
দৈনিক স্টেটসম্যান | ২৪ নভেম্বর ২০২৫
রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চললেও রয়েছে গোড়ায় গলদ। বাড়ি বাড়ি পৌঁছে তথ্য সংগ্রহ থেকে শুরু করে তা নথিভুক্ত করার দায়িত্ব বুথ স্তরের ভোটকর্মী বা বিএলওদের কাঁধেই। কিন্তু প্রযুক্তিগত সমস্যায় এবার তাঁদের চরম উদ্বেগে পড়তে হচ্ছে। অভিযোগ, যেসব তথ্য অনলাইনে নথিভুক্ত করার পর তা ভুল হলে সংশোধন করার যে সুযোগ দেওয়া হয়েছিল, তা হঠাৎ করেই তুলে নেওয়া হয়েছে অ্যাপ থেকে। আর এতেই কাজের চাপের সঙ্গে বেড়েছে প্রযুক্তিগত অস্বস্তি।
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর ভোটকর্মীদের অ্যাপে সংশোধন করার সুবিধা চালু করা হয়। কিন্তু অভিযোগ, পরের দিনই অপশনটি রাতারাতি উধাও হয়ে যায়। ফলে ইতিমধ্যেই যেসব তথ্য নথিভুক্ত হয়েছে, তা যাচাইয়ের উপায় নেই। ভোটকর্মীদের বক্তব্য, তথ্য ডিজিটাইজ করার সময় ভুল হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু এডিট বা পুনরায় সংশোধন করার সুযোগ না থাকলে কোনও যোগ্য ভোটারের নামও বাদ পড়ে যেতে পারে, যা অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করবে।
এ বিষয়ে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, ‘ভোটকর্মীদের উপর ভয়ানক চাপ। দিনভর বাড়ি বাড়ি গিয়ে কাজ, আর রাতে সার্ভার ঠিকঠাক চললে তখন ডিজিটাইজ করতে হয়। তার উপর যদি সংশোধনের সুযোগও বন্ধ হয়ে যায়, সেটা হবে খুবই অমানবিক।’
তিনি জানান, বিষয়টি রাজ্য নির্বাচন দপ্তরে জানানো হয়েছে। আশ্বাসও মিলেছে, ১-২ দিনের মধ্যেই পুনরায় এই ফিচার চালু হবে। পাশাপাশি নিয়মিত সার্ভার সমস্যারও সমাধানের জন্য প্রযুক্তিগত টিম কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ভোটার তালিকা সংশোধনের প্রতিটি ধাপ অত্যন্ত স্পর্শকাতর। বুথ পর্যায়ের কর্মীদের বক্তব্য, প্রযুক্তিগত সাহায্য এবং পর্যাপ্ত সময় না পাওয়া গেলে সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থেকেই যায়। তাই এই সমস্যার দ্রুত সমাধানের অপেক্ষায় রয়েছেন তাঁরা।