রবিবার বাঁকুড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। সেই নির্বাচনে সব মিলিয়ে মোট ২৮টি আসনের মধ্যে ২৬টিতে তৃণমূলের জয় হলেও মূল আসন অর্থাৎ কার্যকরী সভাপতির আসন হাতছাড়া হলো তৃণমূলের। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের গৌতম দাসকে ২৬টি ভোটে পরাজিত করে সেই আসনে জয়লাভ করেন বিজেপি প্রার্থী সুদীপ চক্রবর্তী(মুন্না)।
‘ধ্বজারোহণ’ বা পতাকা উত্তোলন অনুষ্ঠানের আগেই ভক্তদের ভিড় অযোধ্যার রামমন্দিরে। বিপুল সংখ্যক ভক্তরা শ্রী রাম জন্মভূমি মন্দিরে রামলালার দর্শনের জন্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। মঙ্গলবার ‘ধ্বজারোহণ’ বা পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৫৩ তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নেবেন বিচারপতি সূর্য কান্ত। প্রধান বিচারপতি পদে বিআর গবইয়ের মেয়াদ শেষ হয়েছে ২৩ নভেম্বর।