• সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির শপথ, দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে অভিষেক, আর কী খবরে নজর?
    এই সময় | ২৪ নভেম্বর ২০২৫
  • SIR কাজে দলের কর্মীদের ভূমিকায় সন্তুষ্ট নন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে আজ সোমবার বিকেল চারটে নাগাদ দলের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন তিনি। অভিষেকের নির্দেশ মেনে সেই বৈঠকে যোগ দিতে চলেছেন প্রায় ১০ হাজারের বেশি নেতা-কর্মী।

    SIR প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে BLO দের  একাংশের তরফে। গঠিত হয়েছে ‘BLO ঐক্যমঞ্চ’। শনি, রবিবারের পর এ বার সোমবারও SIR-এর বিরোধিতা করে পথে নামছে এই ঐক্যমঞ্চ। এদিন বেলা বারোটায় কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হবে। কমিশনের অফিসে গিয়ে শেষ হবে সেই মিছিল। কমিশনের অফিসের সামনে পাকাপাকি ভাবে ধর্নায় বসে পড়তে চান আন্দোলনকারীরা। সেখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানোর কথা।

    সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন বিচারপতি সূর্য কান্ত । তিনি হবেন ৫৩ তম প্রধান বিচারপতি।

    প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৪৮৯ রান করার পর এখন ব্যাটিংয়ে ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান বিনা উইকেটে ৯। ক্রিজে রয়েছেন কেএল রাহুল (২) ও যশস্বী জয়সওয়াল (৭)। ভারত পিছিয়ে ৪৮০ রানে। গুয়াহাটিতে এই ম্যাচের উপর থাকবে নজর।

  • Link to this news (এই সময়)