• শ্বাসরুদ্ধকর রাজধানী, AQI পৌঁছল ৩৯৭-তে, বিষাক্ত বাতাসে ঢাকল দিল্লি
    এই সময় | ২৪ নভেম্বর ২০২৫
  • ক্রমশ খারাপের দিকে যাচ্ছে দিল্লির বাতাসের গুণমান। সোমবার সকালে দিল্লিতে বাতাসের গুণমান একেবারে ‘ভয়াবহ’ স্তরের দোড়গোড়ায় পৌঁছেছে। এ দিন সকালে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ৩৯৭। এ দিকে রবিবার সকালে তা ছিল ৩৮০। সেক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপের দিকে গিয়েছে বলেই অনেকে মনে করছেন। শুধু তাই নয়, শহরের ৩৯টি মনিটরিং স্টেশনের মধ্যে ২০টিতেই দূষণের মাত্রা ‘ভয়াবহ’ পর্যায়ে পৌঁছে গিয়েছে।

    সোমবার সকাল থেকেই দিল্লির বেশ কিছু এলাকা ছিল একেবারে দূষণের হটস্পট। এর মধ্যে জাহাঙ্গীরপুরীতে AQI ছিল ৪৫৫, রোহিণীতে ছিল ৪৫৮, দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটি (ডিটিইউ)-তে ৪৪৪, আনন্দ বিহারে ৪৪২, অশোক বিহারে ৪৩৬, আলিপুর ৪১২ ও দ্বারকা-তে ছিল ৪০১। রাজধানীর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাতাসের গুণমান যে খারাপের দিকে যাচ্ছে, তা এই সব পরিসংখ্যানই প্রমাণ করছে।

    দিল্লির বাইরের এনসিআর অঞ্চলেও পরিস্থিতি উদ্বেগজনক। গ্রেটার নয়ডায় AQI ৩৯৯ এবং নয়ডায় ছিল ৩৯৬। তবে সোমবার সকালে গাজিয়াবাদের অবস্থা ছিল রীতিমতো ভয়াবহ। সেখানকার AQI ছিল ৪৩২। গুরুগ্রাম এবং ফরিদাবাদেও বাতাসের গুণমান ভালো নয়। সামগ্রিকভাবে বলা যায়, রবিবার থেকেই দিল্লি-এনসিআর জুড়ে বায়ুর গুণমানের অবনতি হতে শুরু করেছে।

    দিল্লিতে বায়ুদূষণের প্রতিবাদে রবিবার সন্ধ্যাতেই ইন্ডিয়া গেট চত্বরে বিক্ষোভ দেখান রাজধানীর স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের সঙ্গে সমাজকর্মীরাও ছিলেন। তাঁরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন। সকলেরই দাবি, বায়ুদুষণ রোধে অবিলম্বে কড়া ব্যবস্থা নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই জমায়েত সরানোর জন্য সেখানে পুলিশ এসে হাজির হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বেধে যায়। তখনই পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। ঘটনায় একাধিক পুলিশ কর্মী জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রবিবার ৬ জনকে আটক করেছে।

  • Link to this news (এই সময়)