• ‘... হিন্দুত্ববাদী মানসিকতা’, রাজনাথের সিন্ধু প্রদেশ নিয়ে মন্তব্যের পাল্টা বিবৃতি পাকিস্তানের
    এই সময় | ২৪ নভেম্বর ২০২৫
  • সিন্ধু প্রদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যের পাল্টা বিবৃতি পাকিস্তান। রবিবার দিল্লির একটি অনুষ্ঠান থেকে রাজনাথ বলেছিলেন, ‘সিন্ধু প্রদেশ আজ ভারতের সঙ্গে নেই। তবে সীমান্ত পরিবর্তন হতে পারে এবং এই অঞ্চলটি ভারতের অধীনে আসতে পারে।’ অর্থাৎ, পাক মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

    পাল্টা পাকিস্তানের বিদেশ মন্ত্রক রবিবার রাতে একটি বিবৃতি জারি করে বলে, ‘এই ধরনের মন্তব্য আসলে হিন্দুত্ববাদী মানসিকতার বহিঃপ্রকাশ। তা বাস্তবকে চ্যালেঞ্জ করে। এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক আইন বিরোধী। রাজনাথ সিং-সহ ভারতীয় নেতাদের কাছে অনুরোধ এই ধরনের উস্কানিমূলক এবং শান্তির পরিপন্থী মন্তব্য করা থেকে বিরত থাকুন।’

    এখানেই শেষ নয়, ভারতকে ‘উপদেশ’-ও দিয়েছে পাকিস্তান। বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকার নিজেদের দেশের নাগরিক, বিশেষত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে মন দিক। ভারতের সঙ্গে সমস্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান।

    ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়েও মন্তব্য করতে শোনা যায় পাকিস্তানকে। সেখানে বলা হয়, ‘উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের সমস্যার সমাধান করুক ভারত। সেখানে হিংসা চলছেই।’

    ঠিক কী বলেছিলেন রাজনাথ? তিনি বলেছিলেন, ‘সিন্ধি হিন্দুরা, বিশেষ করে লালকৃষ্ণ আদবানির মতো নেতাদের প্রজন্মের সময় থেকে ভারতবর্ষ থেকে সিন্ধু অঞ্চলের বিচ্ছেদ (ভারত স্বাধীন হওয়ার সময়ে এটি পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত হয়) কখনও মেনে নেয়নি।’ অতীতে একাধিক বার পাক অধিকৃত কাশ্মীর নিয়ে সরব হয়েছেন মোদী সরকারের নেতারা।

  • Link to this news (এই সময়)