• ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’! তছনছ হবে বাংলা?
    প্রতিদিন | ২৪ নভেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: নভেম্বরের শেষ সপ্তাহেও বাংলায় দেখা নেই শীতের। সকাল ও রাতে দিকে হালকা শিরশিরে আমেজ রয়েছে। তবে জাঁকিয়ে শীত আদৌ কবে পড়বে, তা নিয়ে এখনও সুস্পষ্ট কোনও তথ্য দিতে পারেনি আবহাওয়া দপ্তর। তারই মাঝে আবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’। তবে তার সরাসরি প্রভাব বাংলা পড়ার সম্ভাবনা নেই।

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় গভীর নিম্নচাপে তা পরিণত হওয়ার সম্ভাবনা। ক্রমশ গভীর নিম্নচাপ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড়টির নাম ‘সেনিয়ার’ (SEN-YAAR)। নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। যার অর্থ ‘সিংহ’। এটি ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে। নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে বিশাখাপত্তনমের কাছাকাছি ল্যান্ডফলের সম্ভাবনা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পর্যটক ও মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে।

    যদিও এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব নেই বাংলায়। তবে নভেম্বরের শেষ সপ্তাহে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সামান্য কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী পাঁচদিন কলকাতার তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। রবিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৪-৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯-২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শুষ্ক হাওয়ায় হালকা শীতের আমেজ। রাতে এবং খুব সকালে হালকা শীতের আমেজ বজায় থাকবে। আগামী দু-তিনদিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। সকালে ও রাতে বজায় থাকবে শীতের আমেজ।
  • Link to this news (প্রতিদিন)