স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরেই চুরি হচ্ছিল এলাকায়। সোমবার ভোর রাতে ওই তরুণ একটি বাড়িতে ঢোকে। তালাবন্ধ সেই বাড়িতে বর্তমানে কেউ থাকেনা। বন্ধ বাড়ির দরজা ভেঙে ঢোকে অভিযুক্ত। সেখানেই একটি আলমারি ভাঙে সে। আলমারি ভাঙার শব্দ পান প্রতিবেশিরা। দ্রুত ওই বাড়িতে পৌঁছান তাঁরা। প্রতিবেশিরা আসতেই লুকিয়ে পরে অভিযুক্ত। স্থানীয় মানুষের অনুমান তাঁর সঙ্গে আরও কেউ ছিলো ওই বাড়িতে। ধৃত তরুণের পকেট থেকে কিছু টাকা, চুরি এবং পলা উদ্ধার হয়।
এর আগেও ফাঁকা বাড়িতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে মহেশতলায়। এবার ফাঁকা বাড়িতে চুরি করতে ঢুকে ধরা পরে যায় ওই অভিযুক্ত। ফাঁকা বাড়িতে অভিযুক্তকে খুঁজে পেয়ে এলাকার বাসিন্দারা তাকে মারধর করে বলে জানা গিয়েছে। ইলেকট্রিক পোস্টে বেঁধে রেখে খবর দেওয়া হয় পুলিশকে।
চুঁচুড়া থানার পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে। কী কারনে সে ওই এলাকায় ঢুকেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। মহেশতলার বাসিন্দারা এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবী জানিয়েছেন।
প্রসঙ্গত, চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটেছে মালদহে। আর তার জেরে মৃত্যু হয় এক যুবকের! শনিবার রাতে ওই গণপিটুনির ঘটনা ঘটেছে ইংলিশবাজারের বাজার সমিতির আমবাজার এলাকায়। মৃত ওই যুবকের নাম সামজান শেখ। মৃতের স্ত্রী, ইংলিশবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করেছে।