এসআইআরে মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীর তদন্তের দাবির যৌক্তিকতা মেনে নিলেন রাজ্যপাল
প্রতিদিন | ২৪ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবান্ন বনাম রাজভবনের সংঘাত এরাজ্যে চেনা ছবি। তারই মধ্যে এসআইআরে মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তদন্তের দাবির যৌক্তিকতা স্বীকার করে নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
বিএলও শান্তিমুনি এক্কার মৃত্যুর পর অপরিকল্পিত ও অবৈজ্ঞানিকভাবে এসআইআর করা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর তদন্ত চাওয়ার পাশাপাশি একের পর এক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে বাংলায় এসআইআর স্থগিত করার দাবি করেছেন তিনি।
রবিবার রাজভবনে রাজ্যপাল পদে তিন বছর পূর্ণ করা উপলক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজ্যপাল। তাঁর মন্তব্য, “মুখ্যমন্ত্রী যা বলেছেন, তা বিস্তারিতভাবে পরীক্ষা করা দরকার।” রাজ্যপাল বলেন, “এমন পরিস্থিতিতে তাড়াহুড়ো করে কোনও প্রতিক্রিয়া এড়িয়ে যাওয়া উচিত। আমি নিশ্চিত যে আমাদের নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী। তাদের দৃষ্টিভঙ্গিও ভারসাম্যপূর্ণ। সমস্ত বিষয় যথাযথভাবে খতিয়ে দেখা যেতে পারে এবং উপযুক্ত সমাধান খুঁজে পাওয়া যেতে পারে। তবে এই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।”
রাজ্যে অনুপ্রবেশকারী এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রসঙ্গে বোস বলেন, “আমি সীমান্ত পরিদর্শন করব, বাস্তবতা যাচাই করব এবং তারপর সে বিষয়ে মন্তব্য করব।”