• এক দিনের মধ্যে চাই সঠিক তথ্য, জেইই মেন ২০২৬-এর ফর্মে ত্রুটি সংশোধনের শর্ত জানাল এনটিএ
    আনন্দবাজার | ২৪ নভেম্বর ২০২৫
  • এক দিনই সময় পাবেন পরীক্ষার্থীরা। ওই সময়ের মধ্যে এনটিএ-র ওয়েবসাইট মারফত জয়েন্ট এন্ট্রানস এগ্জ়ামিনেশন (জেইই) মেন ২০২৬-এ আবেদনের তথ্য সংশোধন করা যাবে। তবে, পরীক্ষার্থীরা মোবাইল নম্বর, ই-মেল আইডি, ঠিকানা, যোগাযোগের জন্য জরুরি নম্বর, ছবি বদলাতে পারবেন না।

    তা হলে কোন কোন ক্ষেত্রে তথ্য সংশোধনের সুযোগ থাকছে?

    পরীক্ষার্থীদের এবং তাঁদের অভিভাবকদের নাম, দশম ও দ্বাদশ শ্রেণির নম্বর, স্টেট কোড অফ এলিজিবিলিটি অর্থাৎ যে রাজ্য থেকে দ্বাদশ শ্রেণি বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার কোড, জন্ম তারিখ, লিঙ্গ, শ্রেণি, স্বাক্ষর, আধার কার্ডের তথ্য বদলানোর সুযোগ পাবেন।

    এ ছাড়াও কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে চান, তা শেষ বারের মতো বেছে নেওয়ার সুযোগ পাবেন আবেদনকারীরা। তবে, সবই সম্পূর্ণ করতে হবে ১ ডিসেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে। এক দিনের জন্যই এনটিএ-এর ওয়েবসাইট মারফত সমস্ত তথ্য সংশোধন করার সুযোগ থাকবে।

    সদ্যই জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই) মেন-এর ভার্চুয়াল বা অনলাইন ক্যালকুলেটর ব্যবহারের সুবিধা পাওয়া যাবে কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরে এনটিএ জানায় ইনফরমেশন বুলেটিনে ভুলবশত ওই তথ্য ছাপা হয়েছে। সঙ্গে এ-ও জানানো হয়, পরীক্ষায় অনলাইন বা অফলাইন— কোনও ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

    জেইই মেন-এর প্রথম পর্বের পরীক্ষা ২১ থেকে ৩০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্বের পরীক্ষা ২ থেকে ৯ এপ্রিল পর্যন্ত হবে। ২৭ নভেম্বর পর্যন্ত ওই পরীক্ষার জন্য নাম নথিভুক্তিকরণের সুযোগ পাবেন আগ্রহীরা।
  • Link to this news (আনন্দবাজার)