• ‘ডিজিটাল গ্রেফতারি’র ফাঁদে পা, লোপাট তিন কোটি
    আনন্দবাজার | ২৪ নভেম্বর ২০২৫
  • ডিজিটাল গ্রেফতারির ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় তিন কোটি টাকা হাতানোর অভিযোগে ওড়িশা থেকে দু’জনকে ধরল কলকাতা পুলিশের সাইবার শাখা। ধৃতদের নাম দিব্যজ্যোতি ডি নিগম শেট্টি এবং হেমন্তকুমার শাহ। তারা ওড়িশার বাসিন্দা। ধৃতদের ট্রানজ়িট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে।

    লালবাজার সূত্রের খবর, অক্টোবরে কলকাতা পুলিশের সাইবার শাখায় অভিযোগ করে প্রতারিত জানান, কুরিয়র সংস্থার আধিকারিক বলে পরিচয়ে তাঁকে এক জন ফোন করে বলে, তাঁর নামে থাকা পার্সেলে নিষিদ্ধ মাদক মিলেছে। পরে সিবিআই ও ইডি-র আধিকারিকের পরিচয় দিয়ে অভিযুক্তেরা তাঁকে ও তাঁর স্ত্রীকে ডিজিটাল গ্রেফতারির ভয় দেখিয়ে প্রায় তিন কোটি টাকা তাদের অ্যাকাউন্টে পাঠাতে বাধ্য করে। তদন্তে নেমে প্রথমে কোন কোন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তা খতিয়ে দেখা শুরু হলে দিব্যজ্যোতি ও হেমন্তের নাম উঠে আসে। শনিবার ওড়িশার সুন্দরগড় জেলা থেকে দিব্যজ্যোতিকে ও কটক থেকে হেমন্তকে ধরা হয়। লালবাজার সূত্রের খবর, দিব্যজ্যোতির অ্যাকাউন্টে প্রায় দু’কোটি টাকা গিয়েছে। হেমন্তের অ্যাকাউন্টে গিয়েছে ২৬ লক্ষ টাকা।
  • Link to this news (আনন্দবাজার)